ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়ার বিশ্ব রেকর্ড গড়ার পর এবার একাদশে জায়গা হারালেন টাইগার ওপেনার সৌম্য সরকার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে সৌম্যর পরিবর্তে জাকের আলীর উপর আস্থা রেখেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
নিউইয়র্কের স্লো উইকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিতে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কাকাকে ৬ উইকেটে এবং নেদারল্যান্ডসকে ৪ উইকেটে হারায় তারা।
এ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশ থেকে একমাত্র সৌম্যকেই বাদ দেওয়া হয়েছে। বাংলাদেশ একটি পরিবর্তন আনলেও অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা। ডাচদের বিপক্ষে সর্বশেষ ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমে প্রোটিয়ারা।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটকিপার), রিজা হেনড্রিকস, এইডেন মার্করাম (অধিনায়ক), হাইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, মার্কো ইয়ানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, আনরিখ নর্কিয়া, ওটনিল বার্টম্যান।