বিশ্রামে কোহলি, এশিয়া কাপে ভারতের অধিনায়ক রোহিত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৪৭ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৮
বিশ্রামে কোহলি, এশিয়া কাপে ভারতের অধিনায়ক রোহিত

ছড়িয়ে পড়া গুঞ্জন অবশেষে সত্যি হলো, আসন্ন এশিয়া কাপে খেলছেন না ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। আর কোহলির পরিবর্তে এশিয়া কাপে ভারতে নেতৃত্বে দেখা যাবে রোহিত শর্মাকে।

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। সেখানে বিশ্রামে রাখা হয়েছে বিরাট কোহলিকে।

টানা খেলে যাওয়া এবং পিঠের হালকা ইনজুরির কারণে কোহলি নিজেও চেয়েছিলেন বিশ্রামে থাকতে। এমন সংবাদ ভারতের গণমাধ্যমসহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদও বের হয়েছিল।

সেসব সংবাদের জের ধরে শুরু হয় নানা গুঞ্জন, কোহলি আসলেই এশিয়াকাপে লেখছেন নাকি খেলছেন না। তবে সব শেষে আসন্ন এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণার মধ্য দিয়ে তা সত্যিই হলো।

এশিয়া কাপে ভারতীয় একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মানিশ পান্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দিনেশ কার্তিক, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, ইউজবেন্দ্র চাহাল, অক্ষনর প্যাটেল, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, হার্দিক পান্ডিয়া এবং জসপ্রিত বুমরাহ।



শেয়ার করুন :


আরও পড়ুন

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

এশিয়া কাপের প্রাথমিক দলে ডাক পেলেন ৩১ টাইগার

এশিয়া কাপের প্রাথমিক দলে ডাক পেলেন ৩১ টাইগার

১৮ জনকে নিয়ে দল ঘোষণা করলো পাকিস্তান

১৮ জনকে নিয়ে দল ঘোষণা করলো পাকিস্তান

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশ