ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে শঙ্কায় থাকা তাসকিন আহমেদকে সহঅধিনায়ক করে দল ১৫ সদসের দল দেওয়া হয়েছে।
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বকাপ দলে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন তাসকিন আহমদে। ১৫ সদস্যের মূল দলের সাথে রিজার্ভ হিসেবে আরও দুইজনকে রাখা হয়েছে।
২ জুন শুরু হবে এ মেগা ইভেন্ট। ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩ ম্যাচের একটি সিরিজ খেলবে টাইগাররা।
বাংলাদেশের বিশ্বকাপ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মাহেদি হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিদ হাসান সাকিব।
রিজার্ভ: আফিফ হোসেন, হাসান মাহমুদ।