বিশ্বকাপে ম্যাচ অফিয়ালদের নাম প্রকাশ, থাকছেন বাংলাদেশের সৈকত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৭ পিএম, ০৩ মে ২০২৪
বিশ্বকাপে ম্যাচ অফিয়ালদের নাম প্রকাশ, থাকছেন বাংলাদেশের সৈকত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ অফিয়ালদের নামের তালিকা প্রকাশ করলো আইসিসি। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিতব্য এ বিশ্বকাপে ২০ জন আম্পায়ার এবং ছয়জন রেফারির দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে রয়েছেন আইসিসি এলিট প্যানেলে সদস্য বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত।

শুক্রবার (৩ মে) আইসিসি থেকে এক বিজ্ঞপ্তিতে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে।

শরফুদ্দৌলা ইবনে শহীদ প্রথম বাংলাদেশি হিসেবে আম্পায়ারদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের সদস্য নির্বাচিত হয়েছেন। গত মার্চে (২৮ মার্চ) আইসিসির এলিট প্যানেলের সদস্য নির্বাচিত হওয়ার বাংলাদেশি আম্পায়ার সৈকতের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া নিশ্চিতই ছিল।

২০২৩ সালে ভারতের অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে আম্পায়ারিং করেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বিশ্বকাপের লিগ পর্বে ফিল্ড আম্পায়ার হিসেবে বেশ কয়েকটি ম্যাচে দায়িত্ব পালন করে সুনাম কুড়িয়েছিলেন তিনি। এবার দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সৈকত।

২০ দল নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের  ৯টি ভেন্যুতে ২৮ দিনে মোট ৫৫ ম্যাচে দায়িত্ব পালন করবেন তারা।

বিশ্বকাপে আম্পয়ারদের নাম
ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, আল্লাহুদিন পালেকার, রিচার্ড কেটলবরো, জয়রামন মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রেইফেল, ল্যাংটন রুসেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, অ্যালেক্স ওয়ার্ফ, জোয়েল উইলসন এবং আসিফ ইয়াকুব।

ম্যাচ রেফারি
ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন এবং জাভাগাল শ্রীনাথ।



শেয়ার করুন :