ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) টিকে থাকার লড়াইয়ে ছিল সিটি ক্লাব। তবে সেটিও আর হলো না। রেলিগেশন লিগে বিকেএসপিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের কাছে হেরে গেছে তারা। এ হারে প্রথম বিভাগে নেমে গেল সিটি ক্লাব।
অধিনায়ক শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে ডিপিএলে রেলিগেশন পর্বে সিটির বিপক্ষে সহজ জয় পায় রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। শুক্রবার বিকেএসপিতে রেলিগেশন লিগে নিজেদের প্রথম ম্যাচে সিটি ক্লাবকে ৮৭ রানের বড় ব্যবধানে হারায় রূপগঞ্জ টাইগার্স। ম্যাচটিতে ব্যাট হাতে ১০১ রান করেন শুভ।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.৫ ওভারে ২৫৭ রানে অলআউট হয় রূপগঞ্জ টাইগার্স। চার নম্বরে নেমে ৪টি চার ও ৫টি ছক্কায় ১১৫ বলে ১০১ রান করেন শুভ।
ডিপিএলে এবারের মৌসুমে দ্বিতীয় সেঞ্চুরির স্বাদ নেন এ ডান হাতি ব্যাটার। এছাড়া রূপগঞ্জ টাইগার্সের পক্ষে ৫৯ রান করেন সালমান হোসেন। সিটি ক্লাবের ইরফান হোসেন ৩টি উইকেট নেন।
জবাবে রূপগঞ্জ টাইগার্সের বোলারদের তোপে ৪১.১ ওভারে ১৭০ রানে অলআউট হয় সিটি ক্লাব। আট নম্বরে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন মঈনুল ইসলাম। রূপগঞ্জ টাইগার্সের সোহাগ গাজী ও মহিউদ্দিন তারেক ৩টি করে উইকেট নেন।
এ ম্যাচ জয়ে রূপগঞ্জ টাইগার্সের সংগ্রহ ১৩ ম্যাচে ৬ পয়েন্ট। সিটি ক্লাব ১৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শেষ করলো। রেলিগেশন লিগে নিজেদের প্রথম ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির কাছে ৪১ রানে হেরেছিল রূপগঞ্জ টাইগার্সের কাছে ৮৭ রানে দ্বিতীয় হারে প্রথম বিভাগে নেমে গেল সিটি ক্লাব।
অন্যদিকে, রেলিগেশন লিগের শেষ ম্যাচটি ডিপিএলে টিকে থাককে বাকি দুই দলের জন্য অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। গাজী টায়ার্স ও রূপগঞ্জ টাইগার্সের মধ্যেকার ম্যাচটিতে বিজয়ী দল টিকে থাকবে অন্যদিকে হেরে যাওয়া দল সিটি ক্লাবের ন্যায় নেমে যাবে প্রথম বিভাগে।