চট্টগ্রামে টাইগারদের অনুশীলনে মিডিয়া প্রবেশাধিকার থাকছে না

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৪ এপ্রিল ২০২৪
চট্টগ্রামে টাইগারদের অনুশীলনে মিডিয়া প্রবেশাধিকার থাকছে না

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, ফাইল ফটো

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৭ সদস্যের প্রাথমিক দল নিয়ে তিন দিনের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের নেতৃত্বে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ক্যাম্পে মিডিয়া কর্মীদের প্রবেশাধিকার থাকছে না।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের তিনদিনের অনুশীলন ক্যাম্পটি অনুষ্ঠিত হবে ‘ক্লোজ ডোরে’। বুধবার (২৪ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে ২৬, ২৭ এবং ২৮ এপ্রিল তিন দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে প্রথম তিনটি টি-টোয়েন্টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। বাকি দুটি অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলায়। ৩, ৫ এবং ৭ মে চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়ার পর মিরপুরে বাকি দুটিটি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ১০ ও ১২ মে।

জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের ১৭ সদস্যের প্রাথমিক স্কোয়াডে নেই সাকিব আল হাসান। তবে সাকিব না থাকলেও তিন দিনের এ ক্যাম্পের দলে ডাক পেয়েছেন পারভেজ হোসেন ইমন, তানভির ইসলামের ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ক্রিকেটার।

প্রস্তুতি ক্যাম্পে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং সৌম্য সরকার।



শেয়ার করুন :