বিশ্বকাপের ভেন্যু পর্যবেক্ষণে মিরপুরে আইসিসি প্রতিনিধি দল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৫৮ পিএম, ২২ এপ্রিল ২০২৪
বিশ্বকাপের ভেন্যু পর্যবেক্ষণে মিরপুরে আইসিসি প্রতিনিধি দল

চলতি বছরের অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে মেয়েদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ভেন্যু পরিদর্শনে বাংলাদেশ সফরে আসলো আইসিসির প্রতিনিধি দল। বিশ্বকাপের সম্ভাব্য ভেন্যু হিসেবে ধরা হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সম্ভাব্য ভেন্যু পরিদর্শনে বাংলাদেশে আসে আইসিসির পর্যবেক্ষক দল। পাঁচ সদস্যের প্রতিনিধি দল রোববার (২২ এপ্রিল) সকালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন।

পর্যবেক্ষণ দলে নারী বিশ্বকাপের ইভেন্ট অপারেশনস ম্যানেজার গুরজিত সিং ছাড়াও পিচ পরামর্শক অ্যান্ডি অ্যাটকিনসন, কমার্শিয়াল ও স্পনসরশিপ বিভাগের লায়লা স্টেইন, হসপিটালিটি বিভাগের অ্যালানা হোয়াইট ও নিরাপত্তা বিশেষজ্ঞ ডেভিড মুসকার রয়েছে।

জানা গেছে, রোববার মিরপুর স্টেডিয়াম পর্যবেক্ষেণ শেষে সোমবার (২৩ এপ্রিল) সিরিট যাবেন প্রতিনিধি দলটি। যেখানে ইতিমধ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দল অবস্থান করছে। সেখানে ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা।

প্রতিনিধি দলটি মিরপুরে ঘুরে ঘুরে দেখেন পুরো স্টেডিয়াম ও গ্যালারি নানা সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করেন। এরপর তারা বিসিবির একাডেমি গ্রাউন্ড ঘুরে ঘুরে দেখেন।

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ১০ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে। স্বাগতিক বাংলাদেশ ছাড়া বাকি দলগুলো হলো- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। বাকি দুটি দল বাছাইপর্ব খেলে যুক্ত হবে।



শেয়ার করুন :