ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চায় আর্জেন্টিনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৮ এপ্রিল ২০২৪
ক্রিকেট উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা চায় আর্জেন্টিনা

যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সি সেসা (বাঁ থেকে), ছবি: ক্রীড়া মন্ত্রণালয়

ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও ক্রিকেটে পিছিয়ে রয়েছে লিওনেল মেসি দেশ আর্জেন্টিনা। তবে এবার ফুটবলের পাশাপাশি ক্রিকেটেও নজর দিচ্ছে ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়না। তারই ধারাবাহিতকতায় ক্রিকেট উন্নয়নে এবার বাংলাদেশের কাছে সহযোগিতা চাইলো আর্জেন্টিনা।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রী মো. নাজমুল হাসান পাপনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সি সেসা এ সহযোগিতা প্রত্যাশা করেন। বিপরীতে বাংলাদেশের ফুটবল এবং হকিতে সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেছে আর্জেন্টিনা।

সাক্ষাত শেষে যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন বলেন, “তারা (আর্জেন্টিনা) আমাদের (বাংলাদেশ) কাছে ক্রিকেটের সহযোগিতা চেয়েছে। আমি তাদের নিশ্চয়তা দিয়েছি কিউরেটর থেকে শুরু করে যা প্রয়োজন আমরা দিতে প্রস্তুত।”

“প্রয়োজনে আমাদের ক্রিকেটাররাও সেখানে (আর্জেন্টিনা) গিয়ে খেলবে। ক্রিকেটের পাশাপাশি তারা কাবাডি নিয়েও আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশের জাতীয় খেলায় তারা একবার অংশ নিয়েছিল। আমরা কাবাডিতেও তাদের সহায়তা করতে পারি।” - বলেন বিসিবি সভাপতি।

বাংলাদেশ ক্রিকেট ও কাবাডিতে সহায়তা দেওয়ার পাশাপাশি ফুটবল এবং হকিতে আর্জেন্টিনার সাহায্য প্রত্যাশা করেছে বাংলাদেশ। বিশেষ করে বাংলাদেশ ফুটবল উন্নয়নে জোর দেন মন্ত্রী নাজমুল হাসান পাপন।

sportsmail24

তিনি বলেন, “ফুটবলে তারা (আর্জেন্টিনা) বিশ্ব চ্যাম্পিয়ন। অনেক ঐতিহ্য তাদের। আমরা তাদের কাছ থেকে কোচ নিতে পারি, আবার আমাদের ছেলে-মেয়েরা ওখানে গিয়ে প্রশিক্ষণ নিতে পারে। হকিতে আমাদের সম্ভাবনা রয়েছে, আবার তারাও হকিতে বিশ্ব মানের। হকি নিয়ে তাদেরও আগ্রহ আছে। আমরা তাদের কী দিতে পারি, আবার আমরা কী নিতে পারি। এ রকম একটা ডিটেইলস একে অন্যকে দেব। এরপর মূলত কাজ শুরু হবে।”

আর্জেন্টিনা রাষ্ট্রদূত মারসেলো সি বলেন, “সমঝোতা স্বাক্ষরের পর এটিই প্রথম আনুষ্ঠানিক সভা। অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি। অবশ্যই ফুটবল সেখানে প্রাধান্য পেয়েছে। এছাড়া আমরা ক্রিকেট ও হকিতে এগুতে চাই, সেটাও জানিয়েছি।”

এক বছর আগে সমঝোতা স্বাক্ষর হলেও তেমন কার্যকরী পদক্ষেপ না হওয়ার কারণ সম্পর্কে রাষ্ট্রদূত বলেন, “আর্জেন্টিনা ও বাংলাদেশ দুই দিকেই নির্বাচন ছিল। আমরা এখন দুই দেশ ক্রীড়ার মাধ্যমে আরও কাছাকাছি আসতে চাই।”



শেয়ার করুন :


আরও পড়ুন

মোস্তাফিজের কাছ থেকে আইপিএলের অনেক প্লেয়ার শিখছে : জালাল ইউনুস

মোস্তাফিজের কাছ থেকে আইপিএলের অনেক প্লেয়ার শিখছে : জালাল ইউনুস

টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক

টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক

বাংলাদেশি মামুনের ছোঁয়ায় পাল্টে গেছে নেপালের মুলপানি স্টেডিয়াম

বাংলাদেশি মামুনের ছোঁয়ায় পাল্টে গেছে নেপালের মুলপানি স্টেডিয়াম

২০২৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার আট ভেন্যু চূড়ান্ত

২০২৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার আট ভেন্যু চূড়ান্ত