চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ ছন্দে আছেন চেন্নাই সুপার কিংসের বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। তার ছন্দ দেখে উচ্ছসিত বাংলাদেশের সাবেক বোলিং কোচ দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড। তিনি জানিয়েছেন, বোলিংয়ে গতির পাশাপাশি, বৈচিত্র্য ও স্টক ডেলিভারিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মোস্তাফিজ।
মাহেদ্র সিং ধোনির চেন্নাইয়ের হয়ে প্রথমবারের মতো খেলতে নেমে চমক দেখিয়েছেন মোস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা খেলোয়াড় হন তিনি।
আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ৯ উইকেট শিকার করেছেন ফিজ। বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক তিনি।
আইপিএলে মোস্তাফিজের বোলিং পারফরমেন্স দেখে মুগ্ধ ডোনাল্ড। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড বলেন, “বোলিং দেখে মনে হচ্ছে, স্টক ডেলিভারীতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে মোস্তাফিজ।”
তিনি আরও বলেন, “শুধুমাত্র গতিই নয়, তার বোলিং বৈচিত্র্যও বেশ ভালো হচ্ছে। আমার মনে হয়, ছন্দের দিক থেকে সেরা সময় কাটাচ্ছে। বেশ নিয়ন্ত্রিত, বেশ সতেজ লাগছে এবং নিজের ক্রিকেট উপভোগ করছে।”
ডোনাল্ড বলেন, “স্টক বোলিংয়ে আত্মবিশ্বাস কমে গিয়েছিল মোস্তাফিজের। পাশাপাশি ডান-হাতি ও বাঁ-হাতি ব্যাটারদের জন্য সুইং ও ধার কমেছিলো। সুইং বল যখন ব্যাটারদের খেলতে বাধ্য করা হয়, তখনই আত্মবিশ্বাস পাওয়া যায়। তাকে সেটাই করানোর চেষ্টা করেছিলাম। তার স্লোয়ার ও অফ-পেস বল সব সময়ই কঠিন ছিল।”
মোস্তাফিজের সাথে গতি ও সুইং নিয়ে কাজ করার কথা মনে করিয়ে দিয়েছেন ডোনাল্ড। বলেন, “মোস্তাফিজ যখন ভালো বোলিং করে, তখন তার গতি ঠিক থাকে এবং বল দেরিতে সুইং করে। বিশ্বকাপে নিজের সেরাটা দেখাতে শুরু করেছিল, কিন্তু ধরে রাখতে পারেনি।”
মোস্তাফিজদের সাবেক এ কোচ বলেন, “অনুশীলনে আমি ও ফিজ এটি নিয়ে অনেক কাজ করেছি। স্লোয়ার বলে বাড়তি নিয়ন্ত্রণ রাখতে কাজ করেছিলাম আমরা। তাকে দেখে মনে হচ্ছে চেন্নাই দলের হয়ে খুব আত্মবিশ্বাস পেয়েছে এবং এমনটা দেখে ভালো লাগছে।”