এশিয়া কাপ নিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ পিএম, ২৮ আগস্ট ২০১৮
এশিয়া কাপ নিয়ে আত্মবিশ্বাসী টাইগাররা

এশিয়া কাপ সামনে রেখে মিরপুরে শুরু হয়েছে টাইগারদের অনুশীলন ক্যাম্প। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো অনুশীলনে ঘাম ঝরিয়েছে স্টিভ রোডসের ছাত্ররা। ব্যস্ত সূচি সামনে রেখে ক্রিকেটাররা মূলত ফিল্ডিংয়ের দিকেই বেশি নজর দিচ্ছেন। টাইগার স্পিন-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জানালেন, সব মিলিয়েই তারা সবাই আত্মবিশ্বাসী। শতভাগ দিতে পারলে ভালো কিছু হতে পারে।

মঙ্গলবার মিরপুরে অনুশীলন শেষে সাংবাদিকদের মিরাজ বলেন, আসলে ক্রিকেটে ব্যাটিং বলেন, বোলিং বলেন দুইটাই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো ফিল্ডিং। কারণ আপনি যদি দেখেন কোনো ওডিআই কিংবা টি-টোয়েন্টি ম্যাচে শেষের দিকের ২০-৩০ রান সেভ করতে পারাটা খুব প্রয়োজন। শেষের দিকে ২০-৩০ রান সেভ করতে পারলে পুরো টিমের মোমেন্টামই চেঞ্জ হয়ে যায়। দিন শেষে উইনিং মোমেন্টে ওইটাই বড় ভূমিকা হয়ে দাঁড়ায়।

তিনি বলেন, খেলা হবে এশিয়ান কন্ডিশনেই। এমন কন্ডিশনে আমরা অনেক খেলেছি। আমাদের অনেক খেলোয়াড় খেলেছে উপমহাদেশে। সব ঠিক থাকলে খুব ভালো ফলাফল পাব। আমরা ফিল্ডিংয়েই বেশি নজর দিচ্ছি। যাতে শেষের দিকের রানগুলো সেভ করতে পারি। আর ফিল্ডিংটা ভালো করতে পারলে আমাদের ম্যাচে ভালো করার সম্ভবনাও বেশি থাকবে।

মূলত বাংলাদেশের ক্রিকেটারদের ফিল্ডিং দুর্বলতা কাটানোর জন্যই ফিল্ডিংয়ের দিকে নজর দিচ্ছেন টাইগার কোচ। ফিজিক্যাল ট্রেনিংয়ের পর ৩১ আগস্ট বিশ্রাম দেওয়া হবে ক্রিকেটারদের। এরপর আবার ১ সেপ্টেম্বর থেকে ৬ তারিখ পর্যন্ত চলবে অনুশীলন। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
Miraz
এক প্রশ্নের জবাবে মিরাজ বলেন, যেখানেই খেলি না কেন চ্যালেঞ্জ তো থাকবেই। প্রতিটা খেলাই কিন্তু চ্যালেঞ্জ। আমাদের দলে সবাই অনেক কঠোর পরিশ্রম করছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেকে বিভিন্ন অনুশীলন করছে। আশা করি সবার এই পরিশ্রম কাজে লাগবে। শুধু যার যার সেরাটা দিতে পারলেই হবে।

তিনি আরও বলেন, আমরা গত চার বছর ধরেই কিন্তু ভালো ক্রিকেট খেলে আসছি। এসবই আমাদের আত্মবিশ্বাস দিচ্ছে। আমাদের সিনিয়র ক্রিকেটাররা অনেক দাপট দেখিয়ে খেলে আসছে, সাথে জুনিয়ররাও অবদান রাখছে। সব মিলিয়েই আমরা সবাই আত্মবিশ্বাসী। আমরা যদি আমাদের শতভাগ দিতে পারি তাহলে অবশ্যই ভালো কিছু হবে।

আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের ১৪তম আসর। টুর্নামেন্টটি শেষ হবে আগামী ২৮ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। গ্রুপ পর্বে বাংলাদেশ মোকাবেলা করবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে।



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের চ্যালেঞ্জটা ছিল ভিন্ন রকম : হাথুরু

বাংলাদেশের চ্যালেঞ্জটা ছিল ভিন্ন রকম : হাথুরু

সৈকতের বিরুদ্ধে স্ত্রী শারমিনের মামলা

সৈকতের বিরুদ্ধে স্ত্রী শারমিনের মামলা

নতুন জার্সিতে অনুশীলনে বাংলাদেশ

নতুন জার্সিতে অনুশীলনে বাংলাদেশ

চ্যাম্পিয়ন হতে বিশ্বাস রাখতে বলেছেন মাশরাফি

চ্যাম্পিয়ন হতে বিশ্বাস রাখতে বলেছেন মাশরাফি