ঢাকা প্রিমিয়ার লিগে দল-বদল করলো সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
ঢাকা প্রিমিয়ার লিগে দল-বদল করলো সাকিব

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিডিসিএল) ২০২৩-২৪ আসরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। গত আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিসিএল) ২০২৩-২৪ আসরে দল-বদল করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সাকিবসহ মোট ৭৫ জন ক্রিকেটার দল বদল করেছেন।

বুধবার অনলাইনে শেখ জামালের খেলোয়াড় হিসেবে রেজিস্ট্রেশন করেছেন সাকিব। একই দিনে সাকিবের মতো অনলাইনে নিজেদের দল-বদল সেরেছেন ইয়াসির আলী, রিপন মণ্ডল ও টিপু সুলতানরা।

তিন বছর মোহামেডানে খেলার পর এবার সাকিবের নতুন ঠিকানা হলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অভিজাত পাড়ার ক্লাবটির হয়ে এবারের ঘরোয়া মৌসুম পার করবেন শ্রীলঙ্কার বিপক্ষে দলে না সাকিব আল হাসান।

২০২০ সালে কাগজে কলমে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছিলেন সাকিব আল হাসান। যদিও তাকে সে অর্থে পায়নি ক্লাবটি। ২০২০-২১ মৌসুমে মোহামেডানের হয়েই খেলেছেন তিনি।

পরের মৌসুমে চুক্তি থাকলেও মোহামেডান সুপার সিক্সে উঠতে না পারায় সাকিব খেলেছেন লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে। পরের মৌসুমে অবশ্য খেলেছেন মোটে চার ম্যাচ।

এবারের প্রিমিয়ার লিগে কোনো বিদেশি ক্রিকেটার থাকছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন সংস্করণের সিরিজ থাকায় জাতীয় দলের তারকা ক্রিকেটারদেরও শুরুতে পাওয়া যাবে না। শ্রীলঙ্কা আসবে আগামী ১ মার্চ। অন্যদিকে, ঢাকা লিগ শুরু হওয়ার কথা ৯ মার্চ।

ফলে জাতীয় দলের হয়ে শ্রীলঙ্কা সিরিজে না থাকা সাবি আল হাসানকে ঢাকা লিগে খেলতে দেখলে অবাক হওয়ার কিছু থাকবে না। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে না সাকিব টেস্টেও খেলবেন না বলে জানা গেছে।



শেয়ার করুন :