বাংলাদেশ ক্রিকেটের সাথে তৃতীয় বারের মতো যুক্ত হলো মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা। টেলিকম সেবাদানকারী প্রতিষ্ঠান রবির সঙ্গে ৫০ কোটি টাকার বিনিময়ে বিসিবির সাড়ে তিন বছরের চুক্তি হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এ তথ্য জানানো হয়। এর আগে দুই পক্ষের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে থাকবে রবি। এর আগে আরও দুইবার বাংলাদেশ ক্রিকেটের সাথে ছিল তারা। তবে সর্বশেষ মেয়াদে চুক্তি শেষ হওয়ার আগেই সম্পর্ক শেষ করেছিল রবি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, চুক্তি অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা রবির সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবে না। তবে যাদের সাথে ইতিমধ্যে এ সম্পর্কিত চুক্তি রয়েছে তারা আগের চুক্তির মেয়াদ শেষ করতে পারবেন।
রবির সঙ্গে এর আগে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত চুক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সে সময় টাকা অংখ ছিল ৬১ কোটি টাকা। তবে এবার সেই পরিমাণ কমেছে।