শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ঘোষিত টি-টোয়েন্টি দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
মাহমুদউল্লাহ রিয়াদ ফিরলেও টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে নেই সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া তামিম ইকবালও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ দলে জায়গা পাননি।
একদিন আগে বাংলাদেশে ক্রিকেটের তিন ফরম্যাটে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর নাম ঘোষণা করা হয়। এর আগে তিন ফরম্যাটেই দলনেতা ছিলেন সাকিব আল হাসান।
টি-টোয়েন্টি দল
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, আলিস আল ইসলাম।
অধিনায়কত্ব হারানোর পর এবার দলের প্রথম সিরিজেই নেই সাকিব। এছাড়া নেতৃত্ব ছাড়লেও অবসর থেকে ফিরে আসা তামিম ইকবালকেও দলে রাখা হয়নি। শুধু তাই নয়, সোমবার প্রকাশিত ২০২৪ সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তিতেও বাদ পড়েছেন তামিম।
এদিকে, বাংলাদেশ ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথমবারের মতো ডাক পেয়েছেন আলিস আল ইসলাম। এছাড়া নেতৃত্ব হারানোর পর প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
ওয়ানডে দল (প্রথম ও দ্বিতীয় ম্যাচ)
নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের মাঠের লড়াই। ৪ মার্চ সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। তার আগে ১ মার্চ শ্রীলঙ্কা ক্রিকেট দল ঢাকা হয়ে সিলেটে পৌঁছাবে।
সিলেটে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৬ এবং ৯ মার্চ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায় এবং শেষ ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়।
সিলেটে টি-টোয়েন্টি সিরিজ শেষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে বন্দর নগরী চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ১৩, ১৫ এবং ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের ম্যাচ।