সাকিব আল হাসানকে বাদ দিয়ে বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটেই নাজমুল হোসেন শান্ত অধিনায়ক করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড মিটিং শেষে সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, “বোর্ড মিটিংয়ে অধিনায়ক নিয়েই বেশি সময় কথা বলতে হয়েছে। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে তিনটা ফরম্যাটেই নাজমুল হোসেন শান্ত আমরা এক বছরের জন্য নির্বাচন করেছি।”
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে সাকিব আল হাসান জানিয়ে দিয়েছিলেন তিনি আর অধিনায়কত্ব করবেন না। এরপর জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আরও ব্যস্ততা বেড়ে যাওয়ায় অধিনায়কত্ব থেকে সরে গেছেন।
চলমান বিপিএল শেষেই তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই জাতীয় দলের আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব দেওয়া শুরু করবেন নাজমুল হোসন শান্ত।