বিপিএল ফাইনালের দিন ঢাকা আসবে শ্রীলঙ্কা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৮ পিএম, ০২ ফেব্রুয়ারি ২০২৪
বিপিএল ফাইনালের দিন ঢাকা আসবে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকাশিত সূচি অনুযায়ী চলমান বিপিএলের ফাইনালের দিন ঢাকায় পা রাখবে লঙ্কানরা। তবে সিরিজের কোন ম্যাচই এবার মিরপুর শের-ই বাংলায় রাখা হয়নি। সিরিজের সবগুলো ম্যাচ সিলেট এবং চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কা সফরের পূর্ণাঙ্গ সূচি জানানো হয়। প্রকাশিত সূচি অনুযায়ী, ১ মার্চ বাংলাদেশে পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল।

১ মার্চ শ্রীলঙ্কা ক্রিকেট দল ঢাকা আসলেও বিপিএল ফাইনালে তারা মাঠে উপস্থিত থাকবে কিনা সে বিষয়ে বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়নি। তবে ওই দিনই সফররত লঙ্কার দল সিলেটে চলে যাবে বলে জানানো হয়েছে।

লঙ্কান ক্রিকেট দল ১ মার্চ বাংলাদেশে পৌঁছে ২ ও ৩ মার্চ অনুশীলনের সুযোগ পাবে। এরপর ৪ মার্চ টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে টাইগারদের বিপক্ষে মাঠের লড়াই শুরু করবে।

বাংলাদেশ সফরে তিন ম্যাচ করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সফররত লঙ্কানদের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

এছাড়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষে সিলেটে শুরু হবে প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পূর্ণাঙ্গ সূচি

টি-টোয়েন্টি সিরিজ
প্রথম টি-টোয়েন্টি : ৪ মার্চ, সিলেট (সন্ধ্যা ৬টা)
দ্বিতীয় টি-টোয়েন্টি : ৬ মার্চ, সিলেট (সন্ধ্যা ৬টা)
তৃতীয় টি-টোয়েন্টি : ৯ মার্চ, সিলেট (বিকেল ৩টা)

ওয়ানডে সিরিজ
প্রথম ওয়ানডে : ১৩ মার্চ, চট্টগ্রাম (দুপুর ২.৩০ মিনিট)
দ্বিতীয় ওয়ানডে : ১৫ মার্চ, চট্টগ্রাম (দুপুর ২.৩০ মিনিট)
তৃতীয় ওয়ানডে : ১৮ মার্চ, চট্টগ্রাম (সকাল ১০টা)

টেস্ট সিরিজ
প্রথম টেস্ট : ২২-২৬ মার্চ, সিলেট (সকাল ১০টা)
দ্বিতীয় টেস্ট : ৩০ মার্চ-৩ এপ্রিল, চট্টগ্রাম (সকাল ১০টা)।



শেয়ার করুন :