আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে জয় পেল বাংলাদেশের যুবারা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২২ জানুয়ারি ২০২৪
আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে জয় পেল বাংলাদেশের যুবারা

ভারতের বিপক্ষে হার দিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুরু করেছিল বাংলাদেশের যুবারা। তবে দ্বিতীয় ম্যাচের আয়ারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিলো মাহফুজুর রহমান রাব্বিরা। আইরিশ যুবাদের ৬ উইকেটে হারিয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সোমবার (২২ জানুয়ারি) টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশের যুবারা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৫ রানের সংগ্রহ গড়ে আইরিশ যুবারা।

আয়ারল্যান্ডের পক্ষে ব্যাট হাতে ৯০ রানের ইনিংস খেলেন কাইন হিল্টন। এছাড়া দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন জরদান নেইল। টাইগার যুবাদের পক্ষে বল হাতে মারুফ মৃধা এবং শেখ পারভেজ জীবন ২টি করে উইকেট শিকার করেন।

জয়ের জন্য ২৩৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।

জয় পেলেও হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশের যুবারা। দলীয় ১৩০ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল টাইগার যুবারা। তবে এরপর আহরার আমীন এবং মোহাম্মদ শিহাব জেমসের ব্যাটিং নৈপূণ্যে জয় তুলে নেয় বাংলাদেশ।

আমীন এবং জেমসের ব্যাট থেকে অপরাজিত ১০৯ রানের জুটি আসে। আমীন ৫৫ এবং জেমস ৫৫ রান করেন। এর আগে আশিকুর রহমান শিবলি ৪৪, আদিল বিন সিদ্দিক ৩৬, চৌধুরী মো. রিজওয়ান ২১ এবং আরিফুল ইসলামের ব্যাট থেকে ১৩ রান আসে।



শেয়ার করুন :