পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ পদত্যাগ করেছেন। লাহোরে বোর্ডের ম্যানেজিং কমিটির বৈঠকের পর তিনি পদত্যাগ করেন আশরাফ। পিসিবির এক বিবৃতিতে আশরাফের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “সভা শেষে এমসি-এর চেয়ারম্যান এবং সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাকা আশরাফ। পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।”
পদ থেকে সরে গেলেও চেয়ারম্যান পদে তাকে দায়িত্ব দেওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ জানান জাকা আশরাফ। একই বিবৃতিতে বলেন, “তার (জাকা আশরাফ) উপর বিশ্বাস ও আস্থ রাখার জন্য পিসিবিকে ধন্যবাদ এবং পাকিস্তান ক্রিকেটের মঙ্গল কামনা করেন আশরাফ।”
প্রথম দফায় ২০১১-১৩ সালে পিসিবির প্রধানের দায়িত্ব পালন করেছেন আশরাফ। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজাম শেঠির স্থলাভিষিক্ত হন আশরাফ। সর্বশেষ গত নভেম্বরে পিসিবির ম্যানেজমেন্ট কমিটির প্রধান হিসেবে থাকার জন্য তার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়।