অধিনায়ক কোহলির বিশ্বরেকর্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১০ পিএম, ২৭ নভেম্বর ২০১৭
অধিনায়ক কোহলির বিশ্বরেকর্ড

অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ভারতের বিরাট কোহলি। নাগপুরে শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্টে ডাবল-সেঞ্চুরি করে ২১৩ রানে আউট হন কোহলি।

চলতি বছর টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ফরম্যাট মিলিয়ে ১০টি সেঞ্চুরি করেছেন তিনি। তাই দুই সাবেক অধিনায়ক অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথকে পেছনে ফেলে এক বছরে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েন কোহলি।

২০০৫ ও ২০০৬ সালে এক বছরে ৯টি করে সেঞ্চুরি করেছিলেন পন্টিং। আর ২০০৫ সালে এক বছরে ৯টি সেঞ্চুরি করেন স্মিথও। তবে চলতি বছর ১০টি সেঞ্চুরি করে পন্টিং-স্মিথের রেকর্ড ভেঙে ফেলেন কোহলি।

টি-টোয়েন্টি ফরম্যাটে না থাকলেও চলতি বছরে টেস্টে ৪টি ও ওয়ানডেতে ছয়টি সেঞ্চুরি করেন কোহলি। এরমধ্যে টেস্টে ২টি ডাবল-সেঞ্চুরি রয়েছে ভারত অধিনায়কের।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরিতে চালকের আসনে ভারত

সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরিতে চালকের আসনে ভারত

আমার স্বপ্নের সঠিক পথেই আছি : মেসি

আমার স্বপ্নের সঠিক পথেই আছি : মেসি

বিপিএলে নতুন ‌‘তকমা’ পেলেন সাইফুদ্দিন

বিপিএলে নতুন ‌‘তকমা’ পেলেন সাইফুদ্দিন

ওয়েলিংটনে খেলবেন রাজশাহীর প্যাটেল

ওয়েলিংটনে খেলবেন রাজশাহীর প্যাটেল