সেপ্টেম্বরে মিরপুরে এবং ডিসেম্বরে নিউজিল্যান্ডের ডানেডিন। ভেন্যু পাল্টালেও সৌম্য সরকারের ব্যাটে রানের সংখ্যাটা পাল্টালো না। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা সর্বশেষ ম্যাচে আউট হয়েছিলেন খালি হাতে। বিশ্বকাপ শেষে জাতীয় দলে ডাক পাওয়া সৌম্য আবারও ফিরলেন খালি হাতে। খালি হাতে ফেরার সৌম্য সরকারের সাথে শুধু পাল্টে গেছে ভেন্যু।
বিশ্বকাপের আগে কোচ চন্ডিকা হাথুরুসিংহের দল নিয়ে পরীক্ষা চালানোর মাঝে ফর্ম না থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলে ডাক পেয়েছছিলেন সৌম্য সরকার। সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হওয়ায় বর করলেও ব্যাট করতে পারেনি বাংলাদেশ। ফলে সৌম্যও ছিলেন ব্যাটিং করার বাইরে। মিরপুরে দ্বিতীয় ম্যাচে একাদশে জায়গা পেলেও চার নম্বরে নেমে ২ বল খেলে ফিরেন খালি হাতে। বিশ্বকাপের আগে সিরিজের শেষ ম্যাচে তাকে আর একাদশে রাখা হয়নি।
রোববার (১৭ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সৌম্য। বৃষ্টির কারণে ম্যাচটি ৩০ ওভারে নেমে আসায় জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয় ২৪০ রান। এর আগে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়ের সাথে ওপেনিংয়ে নেমেছিলেন সৌম্য সরকার। তবে ইনিংসের প্রথম ওভারে (চতুর্থ বলে) ক্যাচ দিয়ে খালি হাতে সাজঘরে ফিলেন সৌম্য। অ্যাডাম মিল্নের লেগ স্টাম্পে পিচ করে অফ স্টাম্পের দিকে মুভ করা ডেলিভারি খোঁচা মারলে ব্যাটের বাইরের কানায় লেগে দ্বিতীয় স্লিপে থাকা টম ল্যাথামের হাতে জমা পড়ে। ওয়ানডে ক্যারিয়ারে সৌম্যর এটি অষ্টমবারের মতো শূন্য রানে আউট হওয়া।
এই ম্যাচে সৌম্যর আরও একটি রেকর্ড হয়েছে। যেকোন ওয়ানডে ম্যাচে বল হাতে প্রতি ওভারে ১০-এর বেশি ইকোনোমিতে রান দিয়ে ব্যাট হাতে শূন্য রানে আউট হওয়া বিশ্বের তৃতীয় ব্যাটার এখন সৌম্য।
এ তালিকায় ২০০৪ সালে ৭ ওভারে ৭২ রান দিয়ে সবার উপরে রয়েছেন পাকিস্তানের জহির খান। নিউজিল্যান্ডের বিপক্ষে এ ম্যাচে সৌম্য ৬ ওভার বল করে দিয়েছেন ৬৩ রান।
Edged, gone! Adam Milne with the first wicket LIVE in NZ on @TVNZ+ and Duke #NZvBAN pic.twitter.com/dv14KTjfaa
— BLACKCAPS (@BLACKCAPS) December 17, 2023
বিশ্বকাপে শেষে সাকিব আল হাসান, তামিম ইকবালদের না খেলা সিরিজে আবারও ডাক পান সৌম্য সরকার। ফর্মে না থাকায় সৌম্য দলে নেওয়ার এক প্রশ্নে নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছিলেন, “দলে সিনিয়র খেলায়াড়দের অনুপস্থিতিতে অনেকটা বাধ্য হয়েই সৌম্যকে দলে নেওয়া হয়েছে।” তবে গুঞ্জন রয়েছে কোচ চন্ডিকার সু-নজরে থাকায় সৌম্যকে বার বার সুযোগ দেওয়া হচ্ছে। তবে সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলো না সৌম্য।