অস্ট্রেলিয়া দলে স্মিথ-ওয়ার্নারকে ‘নিদারুনভাবে প্রয়োজন’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৮ আগস্ট ২০১৮
অস্ট্রেলিয়া দলে স্মিথ-ওয়ার্নারকে ‘নিদারুনভাবে প্রয়োজন’

নিষিদ্ধ থাকা দুই ব্যাটসম্যান স্টিভ স্মিথ ও ডেভির্ড ওয়ার্নারকে অস্ট্রেলিয়া দলে খুবই প্রয়োজন মনে করছেন স্পিন কিংবদন্তী শেন ওয়ার্ন। তার বিশ্বাস যত তাড়াতাড়ি সম্ভব এ জুটিকে দলে ফিরিয়ে আনা দরকার। তার ভাষায়, দলের জন্য তাদের সেবা ‘নিদারুনভাবে প্রয়োজন।’

ফক্স স্পোর্টস নিউজকে ওয়ার্ন বলেন, ‘আমি এখনো মনে করি তারা ফিরে আসবে, তাদেরকে আমাদের দরকার, খুবই দরকার। এই মুহূর্তে অস্ট্রেলিয়া দলের দিকে তাকান, আমাদের ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে। সুতরাং নিদারুনভাবে তাদেরকে আমাদের প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রয়োজনেই তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তবে ১২ তাদের দৈর্য্য ধারন করতে হবে এবং তারা আগের চেয়ে আরো ভাল অবস্থায় দলে ফিরবে। দলের কোন ব্যাটসম্যানই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে বলে আমি মনে করিনা। বর্তমানে দলে থাকা সকল পজিশনই নড়বড়ে।’

অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর এ পর্যন্ত টিম পাইনের অধীনে অস্ট্রেলিয়া একটি টেস্ট ও পাঁচ ওয়ানডেসহ ছয় ম্যাচের সবক’টিতেই হারলেও নতুন অধিনায়ক সম্পর্কে কোন কথা বলেননি ওয়ার্ন। ‘অস্ট্রেলিয়ার নিয়ম হচ্ছে সব সময়ই সেরা দল গঠন। দলে পাইনের জায়গা পাওয়া উচিত কিনা- সে বিষয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে।’ এই মুহূর্তে সে-ই অধিনায়ক।

‘অস্ট্রেলিয়ান হিসেবে সব সময়ই উচিত আমাদের সেরা দল নির্বাচন করা এবং এরপর তার মধ্য থেকে অধিনায়ক, সহ-অধিনায়ক নির্বাচন করা।’

অফ স্পিনার নাথান লিঁও কে অধিনায়ক করার প্রস্তাবও দেন ওয়ার্ন। তিনি বলেন, ‘সে একজন অভিজ্ঞ খেলোয়াড়। সে দলের মধ্যে একজন ব্যতিক্রমধর্মী খেলোয়াড় এবং স্পিনাররা সাধারন খেলা সম্পর্কে ভালো ধারণা রাখে। নাথান খেলা সম্পর্কে অনেক ভালো বোঝে।’

চলতি বছরের মার্চ মাসে দক্ষিণ আফ্রিকা সফরে তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের কথা স্বীকার করার পর স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়।



শেয়ার করুন :


আরও পড়ুন

কাউন্টি দিয়ে মাঠে ফিরছেন বিতর্কিত ব্যানক্রফট

কাউন্টি দিয়ে মাঠে ফিরছেন বিতর্কিত ব্যানক্রফট

ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন জামশেদ

ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন জামশেদ

অদৃশ্য বন্দি থেকে মুক্ত আশরাফুল

অদৃশ্য বন্দি থেকে মুক্ত আশরাফুল

চাকরি হারাচ্ছেন জিম্বাবুয়ে ক্রিকেট স্টাফরা

চাকরি হারাচ্ছেন জিম্বাবুয়ে ক্রিকেট স্টাফরা