আগের আসরে ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি নিউ ইয়র্ক স্ট্রাইকার্স। প্রতিপক্ষ সবচেয়ে সফল দল ডেকান গ্ল্যাডিয়েটর্স। এবার সেই ডেকানকেই হারিয়ে আবুধাবি টি-টেনে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো নিউ ইয়র্ক। একই সঙ্গে নেয়া হলো মধুর প্রতিশোধ।
শনিবার (৯ ডিসেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ডেকানকে ব্যাটিংয়ে পাঠায় নিউ ইয়র্ক। ব্যাট হাতে চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়তে পারেনি দলটি। ৫ উইকেট হারিয়ে ৯১ রান করে তারা। জয়ের লক্ষ্যে ৯২ রান তাড়া করতে নেমে ৪ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে নিউ ইয়র্ক।
দলের পক্ষে ব্যাট হাতে ২৫ বলে ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন আসিফ আলী। ১৩ বলে ২২ রান করেন কিয়েরন পোলার্ড। দু'জনে অপরাজিত থেকে নিউ ইয়র্ককে জিতিয়ে তবে মাঠ ছাড়েন।
জয় পেলেও ফাইনালে নিউ ইয়র্কের শুরুটা হয়েছিল নড়বড়ে। দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ-মোহাম্মদ ওয়াসিম দলীয় ৭ রনে সাজরে ফিরলে ধাক্কা খায় তারা। তবে শুরুর ধাক্কা সামলে আসিফ-পোলার্ড দলকে নিয়ে যান জয়ের বন্দরে।
বিপরীতে এর আগে শুরুটা দারুণ হলেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ডেকান। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেল-ডেভিড ভিসার ঝড়ে ৯২ রানের লক্ষ্য দিতে পারে তারা। রাসেল ১৮ বলে ৩০ ও ভিসা ১১ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন। ডেকানের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন সুনীল নারিন।
গত ২৮ নভেম্বর শুরু হয় আবুধাবি টি-টেনের সপ্তম আসর। শনিবার (৯ ডিসেম্বর) নিউ ইয়র্কের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নামলো ক্রিকেটের সবচেয়ে ছোট ও জনপ্রিয় আসর আবুধাবি টি-টেন লিগের।