বাংলাদেশের দায়িত্ব ছেড়ে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের দায়িত্ব নিয়েছেন অ্যালান ডোনাল্ড। টাইগারদের সদ্য সাবেক এ পেস বোলিং কোচ সেখানে আরও একজন সাবেক কোচের সঙ্গী হয়েছেন। ক্লাবটিতে প্রধান কোচের দায়িত্বে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।
হতাশাজনক বিশ্বকাপ শেষে আর দলের সাথে বাংলাদেশে ফেরেননি টাইগারদের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। চুক্তির মেয়াদ না বাড়িয়ে ফিরে গিয়েছিলেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকায়। এবার যোগ দিলেন নতুন দায়িত্বে।
বিশ্বকাপ শেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ানো টাইগাদের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড অবশ্য বেশ কিছুদিন পরিবারের সাথে সময় কাটানোর কথা জানিয়েছিলেন। তবে বাংলাদেশকে বলা সেই তথ্য মিথ্যা বলে প্রমাণিত হলো। বিশ্বকাপ শেষে খুব বেশি সময় তিনি চাকরিহীন থাকলেন না।
Proteas legend Allan Donald has joined the DP World Lions Coaching Staff.
— DP World Lions (@LionsCricketSA) November 24, 2023
Welcome to the Pride, Allan! #LionsCricket #ThePrideOfJozi pic.twitter.com/W6xL2iPrco
ডোনাল্ডের নিয়োগের বিষয়টি ডিপি ওয়ার্ল্ড লায়ন্স সামাজিত যোগাযোম মাধ্যম টুইটারে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে। বলা হয়, ‘প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ড ডিপি ওয়ার্ল্ড লায়ন্স কোচিং স্টাফে যোগ দিয়েছেন। স্বাগতম।”