আইসিসি মাস সেরা তালিকায় নাহিদা আক্তার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৭ নভেম্বর ২০২৩
আইসিসি মাস সেরা তালিকায় নাহিদা আক্তার

আইসিসি ২০২৩‘মান্থ অব দ্য ক্রিকেটার’ অক্টোবরে নারী বিভাগে তিন জনের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। পুরুষ বিভাগে তিন জনের সংক্ষিপ্ত ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। তালিকায় স্থান পাওয়া অপর দুই খেলোয়াড় দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক ও নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র।

পারফর্মেন্সের ভিত্তিতে অক্টোবর মাস সেরা খেলোয়াড়দের তিন জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। ভারতে চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বে অক্টোবর মাসের সেরা পারফর্মাররাই মুলত স্থান পেয়েছেন সংক্ষিপ্ত এই তালিকায়।

২৩ বিশ্বকাপের শুরু থেকেই আগ্রাসী বোলিংয়ের মাধ্যমে ব্যাটারদের বিপক্ষে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ। প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ উইকেটগুলো তুলে নিয়ে এখনো পর্যন্ত টুর্নামেন্টে স্বাগতিকদের অপরাজিত থাকতে সহায়তা করেছেন তিনি।

এদিকে, ব্যাট হাতে টুর্নামেন্টের শুরু থেকেই আলো ছড়িয়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার কুইন্টন ডি কক। এখন পর্যন্ত তিনটি সেঞ্চুরি হাকিয়েছেন প্রোটিয়া দলের এ টপ অর্ডার ব্যাটার।

অন্যদিকে, নিজের অভিষেক বিশ্বকাপেই ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি হাকিয়ে নিজের জাত চিনিয়েছেন নিউজিল্যান্ডের রবীন্দ্র।

ইারী বিভাগে অক্টোবরের জন্য মাস সেরা আইসিসি মহিলা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্সের কারণে এই পুরস্কারে ভুষিত হয়েছেন নাহিদা।

ওই তালিকায় থাকা বাকী নারী ক্রিকেটাররা হলেন নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের ও ওয়েস্ট ইন্ডিজের অল রাউন্ডার হেইলি ম্যাথুজ। অক্টোবরে প্রচুর রান করেছিলেন কের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই এবং টি-টোয়েন্টি ম্যাচ জয়ে জোরালো অবদান রেখেছিলেন তিনি।

অস্ট্রেলিয়া সিরিজে সাদা বলে উল্লেখযোগ্য বীরত্বের কারণে আইসিসির সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন হেইলি ম্যাথুজ।



শেয়ার করুন :