‌‘টাইম আউটড’ হয়ে সাজঘরে ম্যাথিউজ!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৬ নভেম্বর ২০২৩
‌‘টাইম আউটড’ হয়ে সাজঘরে ম্যাথিউজ!

বিশ্বকাপে নতুন এক ঘটনার জন্ম দিলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস। মাঠে নেমেও কোন বল না খেলে ফিরতে হলো সাজঘরে। ব্যাট হাতে নেমেও নির্ধারিত সময়ের মধ্যে খেলার মতো প্রস্তুত হতে পারায় ‘টাইম আউটড’ হয়ে ফিরতে হয় সাজঘরে।

ঘটনাটি শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের ২৫তম ওভারে ঘটে। যা আন্তর্জাতিক ক্রিকেটে এমন ‘টাইম আউটডে’র ঘটনা প্রথম ঘটলো। অ্যাঞ্জেলো ম্যাথিউস ব্যাটিংয়ে নেমে হেলম্যাট সমস্যায় পড়েন। এর আগে মাঠে ঢুকতেও সময়ক্ষেপণ করেছিলেন তিনি।

২৫তম ওভারের দ্বিতীয় বলে সাদিরা সামারাবিক্রমাকে আউট করেন সাকিব আল হাসান। এরপর ব্যাট হাতে উইকেট আসেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। উইকেটে এসে হেলমেট স্ট্র্যাপে সমস্যা বুঝতে পেরে তা বদলে আনতে বলেন তিনি।

তখনও অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ক্রিজে পৌঁছাতে না দেখে আম্পায়ারের কাছে ‌‘টাইমড আউটে’র বিষয়টি জানান সাকিব। পরে আম্পায়ার অ্যাঞ্জেলো ম্যাথিউসকে আউটের সিদ্ধান্ত জানান।

আম্পায়ারের প্রতি আপিল তুলে নিতে সাকিবদের কাছেও শরণাপন্ন হয়েছিলেন ম্যাথিউস। তবে বিষয়টি পুরোপুরি আম্পায়ারের সিদ্ধান্তের উপর ছেড়ে দেন বাংলাদেশ অধিনায়ক। সেখানে আউটের সিদ্ধান্তই বহাল থাকায় কোন বল মোকাবেলা না করেই অ্যাঞ্জেলো ম্যাথিউসকে ফিরতে হয় সাজঘরে।

আইসিসির নিয়ম অনুযায়ী, একজন ব্যাটার আউট হওয়ার পর পরের ব্যাটার উইকেটে এসে ২ মিনিটের মধ্যে বল মোকাবেলা করতে হয়। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউস সেটি করতে পারেননি।



শেয়ার করুন :