এশিয়া কাপের প্রাথমিক দলে ডাক পেলেন ৩১ টাইগার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৪ আগস্ট ২০১৮
এশিয়া কাপের প্রাথমিক দলে ডাক পেলেন ৩১ টাইগার

এশিয়া কাপের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়া কাপের জন্য ঘোষিত এ দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ এবং ফজলে রাব্বি মাহমুদ। তারা সম্প্রতি ‘এ’ দলের হয়ে দারুণ ক্রিকেট খেলেছেন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের কয়েকদিন আগেই নিয়োগ পেয়েছিলেন টাইগারদের নতুন কোচ স্টিভ রোডস। সফর শেষে দ্রুতই বিসিবির কাছে অন্তত ৩০ সদস্যের একটি দল চেয়েছিলেন তিনি। কারণ এশিয়া কাপের জন্য তার নিজের মতো করে একটা দল বাছাই করার সুযোগ পেতে চান তিনি।

ষোষিত এ ৩১ জনকে নিয়ে আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে আনুষ্ঠানিক প্রস্তুতি। সেই প্রস্তুতি ক্যাম্প থেকেই শেষ পর্যন্ত বাছাই করা হবে এশিয়া কাপের জন্য ১৪ কিংবা ১৫ সদস্যের মূল স্কোয়াড।

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু ১৫ সেপ্টেম্বর। এশিয়া কাপের পর অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। নভেম্বর-ডিসেম্বরে সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। জানুয়ারিতে বিপিএলের পর ফেব্রুয়ারি-মার্চে নিউ জিল্যান্ড সফর। মে মাসে আয়ারল্যান্ড সফর ও বিশ্বকাপ।

ঘোষিত ৩১ সদস্যের প্রাথমিক দল
মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাইফ উদ্দিন, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন কুমার দাস, আবু হায়দার রনি, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, আরিফুল হক, আবু জায়েদ রাহী, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম হাসান, কামরুল ইসলাম রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, মোহাম্মদ জাকির হাসান, সানজামুল ইসলাম, মোহাম্মদ মিথুন, ফজলে রাব্বি মাহমুদ।



শেয়ার করুন :


আরও পড়ুন

অদৃশ্য বন্দি থেকে মুক্ত আশরাফুল

অদৃশ্য বন্দি থেকে মুক্ত আশরাফুল

ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারলো ভারত

ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হারলো ভারত

আইসিসির অনুমোদন পেল আফগানিস্তান প্রিমিয়ার লিগ

আইসিসির অনুমোদন পেল আফগানিস্তান প্রিমিয়ার লিগ

চাকরি হারাচ্ছেন জিম্বাবুয়ে ক্রিকেট স্টাফরা

চাকরি হারাচ্ছেন জিম্বাবুয়ে ক্রিকেট স্টাফরা