বিশ্বকাপে জরিমানার কবলে পাকিস্তান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ২৯ অক্টোবর ২০২৩
বিশ্বকাপে জরিমানার কবলে পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে স্লো ওভার রেটের জন্য জরিমানা গুণতে হলো বাবর আজমদের। চেন্নাইয়ে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে স্লো ওভার রেটের দায়ে পাকিস্তান দলকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে এক উইকেটে হেরে যায় পাকিস্তান। এর মাধ্যমে এখন পর্যন্ত টুর্নামেন্টের ছয় ম্যাচে অংশ নিয়ে টানা চারটিতে পরাজিত হলো উপমহাদেশের এ শক্তিধর ক্রিকেট দলটি। শুধুমাত্র প্রথম দুই ম্যাচে জয় পেয়েছিল তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়,নির্ধারিত সময়ে টার্গেটের চেয়ে চার ওভার কম বল করায় পাকিস্তান দলের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছেন আইসিসির ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

আইসিসির নিয়ম অনুযায়ী প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে কেটে নেওয়ার বিধান রয়েছে। মঙ্গলবার কলকাতায় বাংলাদেশের মোকাবেলা করবে পাকিস্তান।



শেয়ার করুন :