মিরপুরে সাকিবকে দেখে ‘ভুয়া ভুয়া’ ধ্বনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৬ অক্টোবর ২০২৩

মিরপুরে সাকিব আল হাসানকে দেখে ভুয়া ভুয়া ধ্বনি দিলেন দর্শকরা। দীর্ঘ ক্যারিয়ারে এটাই সম্ভবত প্রথম শুনলেন সাকিব। নিজের ক্যারিয়ারে এমন সময়ে এসে ভুয়া ধ্বনি শুনতে হবে হয়তো কখনো ভাবেননি দেশ সেরা এ টাইগার অলরাউন্ডারের।

মুম্বাই থেকে বাংলাদেশ বিশ্বকাপ দল কলকাতার বিমান ধরলেও সাকিব উড়াল দিয়েছিলেন ঢাকার আকাশে। ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে বুধবার দেশে ফিরেই এসেছিলেন মিরপুরে। শৈশবের কোচ ফাহিম স্যারের কাছে নিয়েছেন পরামর্শ।

বুধবার প্রথম দিন ইনডোরে ৩ ঘণ্টার অনুশীলনে শেষে বাসায় ফিরলেও দ্বিতীয় দিন বৃহস্পতিবার আবারও এসেছিলেন মিরপুরে। সকাল ৯টা ১০ মিনিটে সাকিব মিরপুরে আসার আধা ঘণ্টার পর আসেন কোচ নাজমুল আবেদীন ফাহিম। এরপর থেকে চলে টানা ব্যাটিং অনুশীলন। প্রায় চার ঘণ্টার অনুশীলনে পুরোটা সময় ব্যাটিং নিয়ে কাজ করেছেন সাকিব।

দল থেকে সাকিবের ছুটি নেওয়া মানেই ছিল পরিবারকে সময় দেওয়া কিংবা বাণিজ্যিক কোন বিজ্ঞাপন শুটিংয়ে ব্যস্ত সময় পার করা। বিশ্বকাপ দলের সাথে মুম্বাই থেকে কলকাতার বিমান না ধরার খবরে এমনটাই ধারণা করা হয়েছিল। তবে সব কিছু পেছনে ফেলে বুধবার দুপুরে মিরপুরে দেখা মেলে সাকিব আল হাসানের।

মুহূর্তের মধ্যে জানা যায় শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম স্যারের শরণাপন্ন হয়েছেন সাকিব। মিরপুরের ইনডোরে টানা তিন ঘণ্টা ছাত্র সাকিব আল হাসানকে কোচিং করার তিনি।

দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকালেই মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলে আসেন সাকিব। একই সাথে মিরপুরের ইনডোরে প্রবেশ করে কোচ নাজমুল আবেদীন ফাহিম। তবে বের হয়ে চলে যাওয়ার সময় যে অভিজ্ঞতার সম্মুখিল হলেন সাকিব তার জন্য হয়তো কখনো প্রস্তুত ছিলেন না।

সাকিবকে দেখতে উৎসুক জনতাদের মধ্যে ভেসে আসে ভুয়া ভুয়া ধ্বনি। কালো কাচ ঘেরা গাড়ি থেকে সাকিব হয়তো সেই ধ্বনি বেশ ভালোভাবেই শুনতে পেরেছেন।

চলমান বিশ্বকাপে বোলিং-ব্যাটিং দু’ক্ষেত্রেই খারাপ সময় পার করছেন সাকিব। তার বাজে পারফরমেন্স দলের উপরও নেতিবাচক প্রভাব ফেলেছে। টানা চার ম্যাচ হেরে টেবিলের তলানিতে এখন বাংলাদেশ। সর্বশেষ মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানের বড় হারে রান রেটে পিছিয়ে পড়েছে টাইগাররা।

ঊরুর ইনজুরির কারণে ভারতের বিপক্ষে খেলতে না পারা সাকিব বিশ্বকাপে এখন পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ৫৬ রান করেছেন। যার মধ্যে সর্বোচ্চ ৪০ রান করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ৫.৫৪ ইকোনমি রেটে ৬ উইকেট নিয়েছেন এ বাঁ-হাতি স্পিনার। ৬ উইকেটের তিনটিই আফগানিস্তানের বিপক্ষে শিকার করেছিলেন তিনি।

এদিকে, জানা গেছে, ২৮ অক্টোবর ঐতিহাসিক ইডেন গার্ডেনে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলার আগের দিন ২৭ অক্টোবর কলকাতায় দলের সাথে যোগ দেবেন সাকিব। ফলে শুক্রবারও ফাহিমের সাথে আরও একদিন অনুশীলন করবেন সাকিব।



শেয়ার করুন :