ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডের মতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি একজন ব্যতিক্রমধর্মী ব্যাটসম্যান। তবে অধিনায়ক হিসেবে তাকে আরও উন্নতি করতে হবে।
১৯৭০-৮০ দশকে বিশ্ব ক্রিকেটের প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে খ্যাতি অর্জন করেন কিংবদন্তী লয়েড। লর্ডসে চলমান ভারত-ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে লয়েড বলেন, ‘উন্নতি করতে বিরাট এখনো কাজ করছে এবং তার অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত কিছু বলতে আরও সময় প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘তবে হ্যাঁ, সে ইতিবাচ লক্ষণ দেখাচ্ছে। হ্যাঁ, সে আক্রমণাত্মক। তবে এখন পর্যন্ত সে সীমা অতিক্রম করেনি, যা আমার ভালো লাগে। সব মিলিয়ে আগ্রাসন খারাপ কিছু নয়।’
নিজের ক্যারিয়ারে খেলা ভারতীয় অধিনায়কদের স্মৃতিচারণ করেন লয়েড। বলেন, ‘আমার খেলোয়াড়ী জীবনে আমি ভারতীয় দলের পাঁচ অধিনায়ক টাইগার পাতৌদি, অজিত ওয়াদেকার, বিষেন সিং বেদি, সুনিল গাভাস্কার এবং কপিল দেবকে দেখেছি। তাদের প্রত্যেকেরই নিজস্ব ধরন বা স্টাইল ছিল। বেদিকে আমার বেশি ভালো মনে হয়েছে।’
‘সাম্প্রতিক সময়ে এটা সৌরভ গাঙ্গুলি এবং মহেন্দ্র সিং ধোনির মধ্যে দেখেছি। ধোনি ছিল চমৎকার একজন অধিনায়ক। তিনি ছিলেন বেশ অনুপ্রেরণীয়, একজন ভালো কৌশলী এবং যথেষ্ট কর্তৃত্ব নিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বের ধরন আমার বেশ ভালো লাগত।’ -বলেন তিনি।
তবে একজন ব্যাটসম্যান হিসেবে কোহলির সামর্থ্য নিয়ে লয়েডের কোন সন্দেহ নেই। এজবাস্টনে ইংল্যান্ডের কাছে ভারতের ৩১ রানে পরাজিত হওয়া ম্যাচে ২০০ রান করে আইসিসি টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেন কোহলি। লয়েড বলেন, ‘প্রকৃত অর্থেই কোহলি একজন ব্যতিক্রমধর্মী ব্যাটসম্যান তাতে কোন সন্দেহ নেই। দেশের জন্য বেশ কিছু কৃত্তি তিনি গড়েছেন এবং আপনি যদি প্রশ্ন করেন- আমি তাকে দলে নিতাম কিনা- আমি বলব অবশ্যই। আসলে কোহলি প্রজন্মের বেশ কিছু রেকর্ড সৃষ্টি করবে।’
একইভাবে জেমস এন্ডারসন ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেতেন কিনা? জানতে চাইলে লয়েড বলেন, ‘অবশ্যই, কেন না? সে অসাধারণ একজন সুয়িং বোলার এবং সঠিকভাবে নিজের কাজটা করছে। ক্যারিয়ারে তার এত উইকেট পাওয়ার পিছনে অবশ্যই কারণ আছে এবং তার খেলা দেখতে সব সময়ই আমার ভালো লাগে।’