বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তান ক্রিকেট দলের মেন্টর নিযুক্ত হয়েছেন ভারতের সাবেক ব্যাটার অজয় জাদেজা। ১৯৯২ থেকে ২০০০ সাল পর্যন্ত ভারতের হয়ে ১৫টি টেস্ট ম্যাচ খেলে ৪টি হাফ সেঞ্চুরিসহ ২৬.১৮ গড়ে ৫৭৬ রান করেছেন তিনি। ক্যারিয়ারে তার সেরা সংগ্রহ ছিল ৯৬ রান।
ওই সময় ভারতের হয়ে ১৯৬টি ওয়ানডে ম্যাচও খেলেছেন জাদেজা। ৫০ ওভারের ফরম্যাটে ৬টি সেঞ্চুরি ও ৩০টি হাফ সেঞ্চুরিসহ ৩৭.৪৭ গড়ে ৫৩৫৯ রান করেছেন এই ভারতীয় ব্যাটার।
এছাড়া ১১১টি প্রথম শ্রেণির এবং ২৯১টি এ ক্যাটাগড়ির ম্যাচ খেলে ৩১টি শতক ও ৮৮টি অর্ধশতকের মাধ্যমে অজয় জাদেজা ৮ হাজারের উপরে রান সংগ্রহ করেছেন।
বিশ্বকাপে অংশ নিতে বর্তমানে ভারতে অবস্থান করছে আফগানিস্তান দল। ৭ অক্টোবর ধর্মশালায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মোকাবেলা করবে আফগানিস্তান।
এদিকে, বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আফগানদের গা গরমের ম্যাচটি মাঠেই গড়াতে পারেনি। যে কারণে দুই দলই বেশ হতাশ।