ওয়ানডে বিশ্বকাপে মাসকট ‘টংক’ এবং ‘ব্লেজ’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৬ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩
ওয়ানডে বিশ্বকাপে মাসকট ‘টংক’ এবং ‘ব্লেজ’

ছবি : আইসিসি

ভারতের মাটিতে বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া আসন্ন ওয়ানডে বিশ্বকাপের মাসকটের নাম প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে পুরুষ মাসকটের নাম ‘টংক’ ও নারী মাসকটের নাম ‘ব্লেজ’ রাখা হয়েছে।

বিশ্বজুড়ে ভক্তদের ভোটের মাধ্যমে বিশ্বকাপের দু’টি মাসকটের নাম নির্ধারণ করেছে আইসিসি। গত ১৯ আগস্ট বিশ্বকাপের মাসকট প্রকাশ্যে আনে আইসিসি।

বিশ্বকাপের সব ভেন্যুতেই দেখা যাবে এ দুই মাসকটকে। স্টেডিয়াম, ফ্যান পার্কে দেখা যাবে তাদের। মাঠে উপস্থিত দর্শকদের ক্রিকেট আনন্দে মাতিয়ে রাখবেন তারা।

৫ অক্টোবর আহমেদাবাদে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিশ্বকাপ। ১০ দলকে নিয়ে ৪৬ দিনে ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আহমেদাবাদে ১৯ নভেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।

ইতিমধ্যে, বিশ্বাকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হয়েছে। প্রথম দিনের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে বাংলাদেশ এবং পাকিস্তান ক্রিকেট দলকে নিউজিল্যান্ড হারিয়ে দেওয়ার মধ্য দিয়ে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ শেষ করেছে।



শেয়ার করুন :