প্রথম প্রস্তুতি ম্যাচে অধিনায়ক মিরাজ, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২২ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৩
প্রথম প্রস্তুতি ম্যাচে অধিনায়ক মিরাজ, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। টস জিতে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ায় ফিল্ডিং করছে বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচে সাকিব আল হাসান না থাকায় নেতৃত্ব দিচ্ছেন মিহেদী হাসান মিরাজ।

বিশ্বকাপের মূল লড়াইয়ের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ শেষে ২ অক্টোবর একই মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচের একাদশে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। এছাড়া নাজমুল হোসেন শান্ত, মোস্তাফিজুর রহমানও খেলছেন না। তবে প্রস্তুতি ম্যাচ হওয়ায় দলের প্রয়োজনে তারা বোলিং করতে পারবেন।

এদিকে, বাংলাদেশ-শ্রীলঙ্কা ছাড়া আজ শুক্রবার আরও দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। পাকিস্তান ও নিউজিল্যান্ড এবং আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলছে।

এশিয়া কাপে ভালো-খারাপ মিলিয়ে পারফরমেন্স করলেও নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে বড় লজ্জার হাত থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারে টাইগাররা। ২০১৩ সালের পর ব্ল্যাক ক্যাপসদের কাছে প্রথম সিরিজ হারে বাংলাদেশ।

জটিল অবস্থার মধ্যেই বাংলাদেশ অনুশীলন ম্যাচ খেলতে নেমেছে। ম্যাচটি অনুশীলনের হলেও বাংলাদেশের জন্য ভিন্ন দিক রয়েছে। বিশ্বকাপে মূল লড়াইয়ের আগে নিজেদের পরীক্ষা করে নেওয়া ছাড়াও জয় পেলে পুরো দলের মানসিক অবস্থার পরিবর্তন হয়ে যাবে।

বিশ্বকাপে বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ।



শেয়ার করুন :