চার বছরের জন্য নিষিদ্ধ হলেন শাহজাব হাসান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ পিএম, ১০ আগস্ট ২০১৮
চার বছরের জন্য নিষিদ্ধ হলেন শাহজাব হাসান

স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পাকিস্তানের ওপেনার শাহজাব হাসানের নিষিদ্ধাদেশের মেয়াদ এক থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে। দেশটির ক্রিকেটে বোর্ডের আবেদনের প্রেক্ষিতে এক সদস্যের স্বাধীন বিচার কমিটি শুক্রবার এ রায় দিয়েছে।

ম্যাচ ফিক্সিংয়ের একটি প্রস্তাব পেয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি বিরোধী ইউনিটকে না জানানোয় দোষী প্রমাণিত হওয়ার পর এ বছরের ফেব্রুয়ারি মাসে ২৮ বছর বয়সী হাসানকে এক বছরের জন্য নিষিদ্ধ ও দশ লাখ রুপি জরিমানা করা হয়েছিল। তবে এ শাস্তি খুবই কম হয়েছে উল্লেখ করে পিসিবি তা বাড়ানোর আবেদন করে।

পিসিবির আইন উপদেষ্টা তাফাজ্জুল রিজভি গণমাধ্যমকে জানান, ‘স্বাধীন বিচারক বিচারপতি (অব.) হামিদ হুসেইন পিসিবির আবেদন গ্রহণ করেছেন এবং নিষিদ্ধাদেশ বাড়িয়ে চার বছর করেছেন। আর্থিক জরিমানাও বহাল রেখেছেন।’

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্টের গত আসরে স্পট ফিক্সিং মামলায় শাস্তি পাওয়া ছয় ক্রিকেটারের একজন হচ্ছেন হাসান। এর আগে আক্রমণাত্মক ওপেনার শারজিল খান, খালিদ লতিফ, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নওয়াজ এবং নাসির জামশেদকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।

জামশেদের বিরুদ্ধে অন্য অভিযোগও রয়েছে এবং তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হতে পারে। আগামী সপ্তাহে এ বিষয়ে সিদ্ধান্ত দেয়ার সম্ভাবনা রয়েছে।হাসানের আইনজীবী কাশিফ রিজওয়ানা জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আদালতে আপিল করতে পারেন তার মক্কেল।

হাসান ২০১০ সালের নভেম্বরে নিজ ক্যারিয়ারের শেষ তিন ওয়ানডে খেলেছেন। এ ছাড়া পাকিস্তানের হয়ে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন তিনি। এদিকে জামশেদের মত হাসানও বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান আশরাফুল

আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান আশরাফুল

বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু করেছে জিম্বাবুয়ে

বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু করেছে জিম্বাবুয়ে

১৫০ অতিক্রম করতে না পারাটা লজ্জার : ম্যাথুস

১৫০ অতিক্রম করতে না পারাটা লজ্জার : ম্যাথুস

আইসিসির স্বীকৃতি পেল টি-১০ ক্রিকেট

আইসিসির স্বীকৃতি পেল টি-১০ ক্রিকেট