বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের ড্রাফট অনুষ্ঠিত হলো। তবে ড্রাফট থেকে দল পাননি জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক মোহাম্মদ আরাফুল এবং মমিনুল হক।
রোবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার এটি পাঁচ তারকা হোটেলে বিপিএলের দশম আসরের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। বিপিএলের এ আমসে মোট ৪৪৩ জন ক্রিকেটার খেলার আগ্রহ প্রকাশ করেছিলেন। সাত ক্যাটাগরিতে যার মধ্যে ২০৩ জন দেশি ক্রিকেটার ছিলেন।
ড্রাফটে নাম থাকলেও টেস্ট দলের সাবেক অধিনায়ক মমিনুল হককে কেউ দলে ভেড়ায়নি। মমিনুলের মতো আশরাফুলকেও দলে নেয়নি কোন ফ্র্যাঞ্চাইজি। তবে বিপিএলে একটি দলের ব্যাটিং কোচ হিসেবে আশরাফুলের যোগ দেওয়ার কথা রয়েছে।
ড্রাফট শেষ হলেও কোন ফ্র্যাঞ্চাইজি চাইলে তালিকা থেকে প্লেয়ার নিতে পারবে। বিপিএল গভার্নিং কমিটি অনুমতি নিয়ে প্লেয়ার যুক্ত করতে পারবে।
তবে দেশি ক্যাটাগরিতে সর্বোচ্চ ১৪ জন ক্রিকেটার নিতে পারবে একেকটি ফ্র্যাঞ্চাইজি। সে ক্ষেত্রে অবিক্রিত হলেও মমিনুল হকদের দলে নেওয়ার এখনো সুযোগ রয়েছে।