ভারতকে হারিয়ে র‍্যাংকিং ফিরে পেয়েছে বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৩
ভারতকে হারিয়ে র‍্যাংকিং ফিরে পেয়েছে বাংলাদেশ

এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারিয়ে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে আবারও সাতে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে র‍্যাংকিংয়ে আট নম্বরে নেমে গিয়েছিল সাকিবরা। তবে স্বল্প সময়ের মধ্যেই শ্রীলঙ্কার কাছে হারানো র‍্যাংকিং আবারও ফিরে পেল বাংলাদেশ।

বুধবার (১৩ সেপ্টেম্বর) পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে আটে নামিয়ে সাত নম্বরে উঠেছিল শ্রীলঙ্কা। তবে সাতে উঠলেও খুব বেশি সময় নিজেদের অবস্থান ধরে রাখতে পারলো না লঙ্কানরা।

সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে ৬ রানে হারিয়ে দিয়েছে বাংলাদেশ। এর ফলে নিজেদের হারানো র‍্যাংকিং আবারও ফিরে পেয়েছে টাইগাররা। তবে র‍্যাংকিংয়ের সাত নম্বর স্থানটি আবারও হারানোর শঙ্কা রয়েছে বাংলাদেশের।

এশিয়া কাপে ফাইনালে রোববার (১৭ সেপ্টেম্বর) ভারতের মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কা। ফাইনালে ভারতকে হারালে আবারও সাত নম্বরে উঠে যাবে শ্রীলঙ্কা। সেক্ষেত্রে আটে নেমে যাবে বাংলাদেশ। তবে ফলাফল বিপরীত হলে বাংলাদেশের র‍্যাংকিং হারানোর কোন শঙ্কা নেই।

আইসিসি ওয়ানডে র‍্যাংকিং বর্তমানে টাইগারদের রেটিং পয়েন্ট ৯৪। আর লঙ্কানদের রেটিং পয়েন্ট ৯৩। আর আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়া। র‍্যাংকিংয়ে দুই আছে পাকিস্তান, তিনে আছে ভারত।

র‍্যাংকিংয়ে চারে অবস্থান করছে ইংল্যান্ড। পাঁচে নিউজিল্যান্ড, ছয়ে দক্ষিণ আফ্রিকা। এছাড়া আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলই ধরে রেখেছে তাদের আগের নবম ও দশম অবস্থান।



শেয়ার করুন :