চলমান এশিয়া কাপে শনিবার (৯ সেপ্টেম্বর) সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচ শেষে দেশে ফিরে আসবেন উইকেটকিপার ও ব্যাটার মুশফিকুর রহিম। তবে মুশফিক দেশে ফিরলেও কোন ম্যাচ না খেলার শঙ্কা নেই।
সুপার ফোরে বাংলাদেশের তৃতীয় ম্যাচটি ১৫ সেপ্টেম্বর (শুক্রবার)। ভারতের বিপক্ষে ওই ম্যাচের আগে টাইগারদের লম্বা একটি বিরতি রয়েছে। মূলত এ বিরতির মাঝে সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দেশে আসছেন মুশফিক।
জানা গেছে, শনিবার (৯ সেপ্টেম্বর) ম্যাচ শেষ হলেও ১০ বা ১২ সেপ্টেম্বর দেশে ফিরতে পারেন মুশফিক। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থেকে আবার ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচের আগেই শ্রীলঙ্কায় দলের সাথে যোগ দিবেন অভিজ্ঞ এ টাইগার ক্রিকেটার।
গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেলেও আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল বাংলাদেশ। তবে সুপার ফোরে নিজেদের যাত্রাটা শুরু হয়েছে আবারও হার দিয়ে।
সুপারে ফোরে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৩৮.৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ব্যাটিং ইনিংস। জবাবে ৬৩ বল বাকি রেখেই ৭ উইকেটে জয় তুলে পকিস্তান।
সুপার ফোরে বাংলাদেশ ম্যাচ সূচি (বাকি দুই ম্যাচ)
৯ সেপ্টেম্বর: বাংলাদেশ শ্রীলঙ্কা
১৫ সেপ্টেম্বর : বাংলাদেশ ভারত।