‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’-এ আগস্টের সেরা হওয়ার দৌড়ে দুই পাকিস্তানি বাবর আজম-শাদাব খানের সাথে মনোনয়ন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইসিসির পক্ষ থেকে মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এখন ভোট শেষে কার হাতে উঠবে সেরা ক্রিকেটারের পুরষ্কার।
গত মাসে পাকিস্তানের হয়ে চারটি ওয়ানডে খেলেছেন অধিনায়ক বাবর। শ্রীলঙ্কার মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে শূণ্য হাতে প্যাভিলিয়নে ফিরেন তিনি। পরের দুই ম্যাচে যথাক্রমে ৫৩ ও ৬০ রানের ইনিংস খেলেন এই ডান-হাতি ব্যাটার।
মুলতানে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে নেপালের বিপক্ষে হাকিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি। ১৫১ রানের ইনিংস খেলে দলের জয়ে অবদান রাখেন বাবর। এর আগে দু’বার আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার জিতেছেন বাবর। তৃতীয়বারের মত সেরা হবার সুযোগ ওয়ানডের এক নম্বর ব্যাটার বাবরের।
ব্যাট-বল হাতে গেল মাসে দারুণ পারফরমেন্স করেছেন পাকিস্তানের অলরাউন্ডার শাদাব। বাবরের মত আগস্টে চারটি ওয়ানডে খেলেছেন তিনিও। আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় করা সিরিজে ৯০ রানের পাশাপাশি ৩ উইকেট নেন শাদাব। এশিয়া কাপে নেপালের বিপক্ষে ২৭ রানে ৪ উইকেট শিকার করে পাকিস্তানের ২৩৮ রানের বড় জয়ে অবদান রাখেন শাদাব।
আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে পাঁচটি টি-টোয়েন্টি খেলেছেন পুরান। ব্যাট হাতে ভারতীয় বোলারদের রীতিমতো শাসন করেছেন তিনি। ৫ ইনিংসে ১৪১ দশমিক ৯৩ স্ট্রাইক রেটে ১৭৬ রান করে সিরিজের সর্বোচ্চ সংগ্রাহক সেরা খেলোয়াড় নির্বাচিত হন পুরান। তার ব্যাটিং নৈপূন্যে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতে ভারতের বিপক্ষে ছয় বছর পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ নেয় ওয়েস্ট ইন্ডিজ।
নারীদের ক্রিকেটে মনোনয়ন পেয়েছেন নেদারল্যান্ডসের আইরিশ জুইলিং, আয়ারল্যান্ডের আর্লিন কেলি ও মালয়েশিয়ার আইনা হামিজাহ হাশিম।