মোমিনুলের বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে জিতলো বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০৯ আগস্ট ২০১৮
মোমিনুলের বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে জিতলো বাংলাদেশ

অধিনায়ক মোমিনুল হকের বিধ্বংসী ব্যাটিং নৈপুণ্যে আয়ারল্যান্ড সফরের চতুর্থ ম্যাচে জয়ের স্বাদ পেল বাংলাদেশ ‘এ’ দল। সফরের চতুর্থ ওয়ানডে ম্যাচে মোমিনুলের ১৩৩ বলে ১৮২ রানের কল্যাণে বাংলাদেশ ৮৫ রানে হারায় আয়ারল্যান্ড ‘এ’ দলকে। ফলে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

ডাবলিনের দ্য হিলস ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মোমিনুল। ব্যাট হাতে নেমেই নিজের দক্ষতা দেখান মোমিনুল। শেষ পর্যন্ত ২৭টি চার ও ৬টি ছক্কায় ১৮২ রান করেন তিনি।

বাংলাদেশের ইনিংসের ৫ ওভার বাকি থাকতে আউট হন মোমিনুল। উইকেটে থাকলে ডাবল-সেঞ্চুরিও পেয়ে যেতে পারতেন এ বাঁ-হাতি ব্যাটসম্যান। তারপরও দেশের বাইরে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোন খেলোয়াড়ের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

মোমিনুলের সাথে মোহাম্মদ মিথুন ৫১ বলে ৮৬ ও ওপেনার জাকির হোসেন ৯৩ বলে ৭৯ রানের ইনিংস খেলেন। ফলে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৮৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে ২৩ বল বাকি থাকতেই ৩০১ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড ‘এ’ দল। দলের পক্ষে অ্যান্ড্রু বালবির্নি ১০৬, সিমি ৫৩ ও জেমস ৪৩ রান করেন। ফজলে মাহমুুদ ৪৭ রানে ও খালেদ ৭৩ রানে ৩টি করে উইকেট নেন। এছাড়া সাইফউদ্দিন-শরিফুল ২টি করে উইকেট নেন।



শেয়ার করুন :


আরও পড়ুন

জোড়া ট্রফি নিয়ে দেশে ফিরলো টাইগাররা

জোড়া ট্রফি নিয়ে দেশে ফিরলো টাইগাররা

এশিয়ার দিকে ঝুঁকছে এমবাপে ও নেইমাররা

এশিয়ার দিকে ঝুঁকছে এমবাপে ও নেইমাররা

কিছু মানুষ আমাকে নীচু করতে পছন্দ করে : সাকিব

কিছু মানুষ আমাকে নীচু করতে পছন্দ করে : সাকিব

আইসিসির স্বীকৃতি পেল টি-১০ ক্রিকেট

আইসিসির স্বীকৃতি পেল টি-১০ ক্রিকেট