লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রোববার (৩ সেপ্টেম্বর) মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় পেলে এশিয়া কাপের সুপার ফোরে খেলার আশা বেঁচে থাকবে টাইগারদের। অন্যথায়, শ্রীলঙ্কায় না ফিরে দেশের বিমান ধরতে হবে সাকিব আল হাসানদের।
হাইব্রিড মডেলের চলমান এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গেছে বাংলাদেশের। এ ফরম্যাটে গ্রুপ পর্বে প্রতিটি দল দু’টি করে ম্যাচ খেলবে।
গ্রুপ পর্বে তিন দলের মধ্যে সেরা দু’দল পরের রাউন্ডে খেলার সুযোগ পাবে। দুই ম্যাচের মধ্যে প্রথম ম্যাচ হেরে এখন ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে বাংলাদেশ। তবে এশিয়া কাপে গত আসরে প্রথম ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।
প্রথম ম্যাচ হেরে শঙ্কায় পড়া বাংলাদেশের সামনে এখন একটাই লক্ষ্য, আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখা। তবে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলেই সুপার ফোর নিশ্চিত হবে বিষয়টি এমন নয়। সেক্ষেত্রে আফগানিস্তান ক্রিকেট দলকে শ্রীলঙ্কার বিপক্ষেও হারতে হবে।
এদিকে, পরিসংখ্যানের দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও গত জুলাইয়ে বাংলাদেশ সফরে ২-১ ব্যবধানে তিন ম্যাচের ওয়ানডে জেতায় এশিয়া কাপের এই ম্যাচে কিছুটা হলেও মানসিকভাবে এগিয়ে রয়েছে আফগানিস্তান। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের নড়বড়ে ব্যাটিং পারফরমেন্সের পর প্রশ্ন উঠেছে আফগানিস্তানের বিপক্ষে টাইগাররা ঘুরে দাঁড়াতে পারবে কি না।
ম্যাচটি সামনে রেখে ইতিমধ্যে আফগানিস্তান ও বাংলাদেশ ক্রিকেট দল ইতিমধ্যে পাকিস্তান পৌঁছে নিজেদের অনুশীলন সেরেছে। ইতিবাচক দিক হচ্ছে লাহোরের উইকেট সাধারণত ব্যাটিং সহায়ক হয়ে থাকে। সেক্ষেত্রে ব্যাটাররা বাড়তি সুবিধা পাবে বলেই ধরা হচ্ছে।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, মাহেদি হাসান, নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারী, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।
আফগানিস্তান দল
হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, ইকরাম আলিখিল, রশিদ খান, গুলবাদিন নাইব, করিম জানাত, আব্দুল রহমান, শরফউদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, নুর আহমেদ, সুলিমান সাফি ও ফজলহক ফারুকি।