ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবে এর আগে টেস্ট সিরিজের ওয়েস্ট ইইন্ডজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে। শুধু হোয়াইওয়াশ’ই, নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজ জিতে টেস্ট নিয়ে কথা বললেন ক্রিকেটের এই দুই ফরম্যাটের বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
তিনি বলেন, ‘আমাদের টেস্ট ক্রিকেট নিয়ে আরও কাজ করতে হবে। দেশের মাটিতে ইতোমধ্যে টেস্ট ফরম্যাটে আমরা সেরা পারফরমেন্স করেছি। এখন আমাদের বিদেশের মাটিতে জিততে হবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হারলেও ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। এর ফলে আবারও প্রমাণিত হলো টেস্ট ক্রিকেটে উন্নতির প্রয়োজন রয়েছে বাংলাদেশের। সাকিবও এমনটাউ মনে করেন বলে জানিয়েছেন।
টি-টোয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশের আত্মবিশ্বাস অনেকখানি বেড়ে গেছে বলে মনে করেন সাকিব। বলেন, ‘২০১৫ বিশ্বকাপের পর থেকে সর্বশেষ ৩-৪ বছর ধরে আমরা ওয়ানডেতে ভালো করছি। এ সিরিজ জয় আমাদের এখন সাহস জোগায় যে, আমরা টি-টোয়েন্টি সিরিজেও ভালো পারফরমেন্স করতে পারি।’
সিরিজ জয়ে দলের পারফরমেন্সেরও প্রশংসা করেছেন সাকিব। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সিরিজ সেরা খেলোয়াড় সাকিব বলেন, ‘ছেলেদের কাছ থেকে অবিশ্বাস্য পারফরমেন্সই পেয়েছি। প্রথম ম্যাচ হারের পর আমরা সেরা পারফরমেন্স দেখিয়েছি। সবার বিশ্বাস ছিল, আমার ঘুরে দাঁড়াতে পারি। আমরা বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হয়েছি এবং আমার সেরা পারফরমেন্সই প্রদর্শন করেছি। এমনকি যারা খেলতে পারেনি, তারা দলের জন্য সর্বোচ্চ দেয়ার চেষ্টা করেছে।’
ফ্লোরিডার ক্রিকেটপ্রেমীদের প্রশংসা করে সাকিব বলেন, ‘আমরা কখনও অনুভব করিনি দেশের বাইরে খেলছি। এখানকার ভক্তদের ধন্যবাদ দিচ্ছি। তারা দ্বাদশ খেলোয়াড়ের মত কাজ করেছে।’
উল্লেখ্য, টেস্ট সিরিজের হারার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, সাকিবসহ দলের সিনিয়র কয়েকজন টেস্ট খেলতে চান না। বিষয়টি নিয়ে তখন বেশ আলোচনার জন্ম দেয়। সাকিব আল হাসান ক্রিকেট খেলা খেছে রাজনীতিতে মিশে যাচ্ছেন এমনটাও শোনা যায়। তবে সাকিব এ বিষয়ে কখনো মুখ খোলেননি।