শ্রীলঙ্কা সফর এবং নিজেদের মাঠে ভারত সিরিজে দল সুযোগ পাননি বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। টানা দুই সিরিজে জায়গা না পাওয়া রুমানা এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলেন ‘রহস্যময়’ স্ট্যাটাস। ফেসবুকে নিজের ভেরিফয়েড পেজে তিনি লিখেন ‘আর ক্রিকেট নয়’।
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষ দল থেকে বাদ দেওয়ার পর বিসিবি জানিয়েছিল, রুমানাকে বিশ্রাম দেওয়া হয়েছে। যদিও বাংলাদেশ নারী দলের সাবেক এ অধিনায়ক দাবি করেছিলেন, ‘তাকে বিশ্রাম নয়, বাদ দেওয়া হয়েছে।’ সংবাদ মাধ্যমে এমন মন্তব্য করায় বিসিবি থেকে তাকে শোকজও করা হয়েছিল।
এদিকে, টানা দুই সিরিজে দলে জায়গা না পাওয়ার পর এবার ফেসবুক স্ট্যাটাসে আবারও আলোচনায় আসলেন রুমানা আহমেদ। শনিবার (৫ আগস্ট) দিনগত রাতে ফেসবুকে ইংরেজিতে রুমানা লিখেছেন, ‘No More Cricket….’। যার বাংলা অর্থ দাঁড়ায় ‘আর ক্রিকেট নয়...’।
রুমানার এমন স্ট্যাটাসের ব্যাখ্যা জানা যায়নি। একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছন, ‘খুব দ্রুতই এ বিষয়ে কথা বলবেন তিনি’।
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক ৫০টি ওয়ানডে ম্যাচে ৯৬৩ রান এবং ৫০ উইকেট শিকার করেছেন। এছাড়া ৮৪ টি-টোয়েন্টিতে ৮৫৪ রানের পাশাপাশি বল হাতে উইকেট নিয়েছেন ৭৫টি।