নিজ দেশে বিশ্বকাপে ভারতীয় দলের সূচিতে ক্ষুব্ধ কপিল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১১ পিএম, ০৩ আগস্ট ২০২৩
নিজ দেশে বিশ্বকাপে ভারতীয় দলের সূচিতে ক্ষুব্ধ কপিল

ঘরের মাঠে বিশ্বকাপ, নিজেদের মত করে সূচি সাজিয়ে নেওয়ার ‌‘সুযোগ’ তো ছিলই। তবে অক্টোবরে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলের সূচি পছন্দ হয়নি দেশটির সাবেক অধিনায়ক কপিল দেবের। সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

ভারতে ৫ অক্টোবর শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ। আসরে লিগ পর্বে ৯টি ম্যাচ খেলবে ভারত। এরপর সেমিফাইনাল ও ফাইনালে উঠলে ম্যাচের সংখ্যা আরও বাড়বে।

স্থানীয় ‘দ্য উইক’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ১৯৮৩ সালে ভারতের প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল বলেছেন, “সব মিলিয়ে ১১টি ম্যাচ হয়তো খেলবে ভারত। এ জন্য অনেক ভ্রমণ করতে হবে ভারতকে। এ সূচি কে বানিয়েছে? আপনি ধর্মশালা যাচ্ছেন, এরপর ব্যাঙ্গালুরু ও কলকাতা যেতে হবে। এভাবে ৯ টি ভিন্ন জায়গায় খেলবে।”

কপিল মনে করেন, প্রয়োজনীয় সুবিধাদিসহ বিশ্বকাপ চলাকালীন ভ্রমণে খেলোয়াড়দের জন্য চার্টার্ড ফ্লাইটসহ অন্যান্য সুবিধার ব্যবস্থা করা উচিত বিসিসিআইর। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কার্যকলাপে সন্তুষ্ট নন কপিল। তার মতে, খেলোয়াড়দের সেরা পারফরমেন্স আদা করে নিতে বোর্ডকে আরও কিছু করতে হবে।

২০১৫ ও ২০১৯ বিশ^কাপের সেমিফাইনাল খেলেছিল ভারত। ১০ বছর ধরে বৈশ্বিক শিরোপা জিততে না পারলেও ঘরের মাঠের বিশ্বকাপে ভারতের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী কপিল। তিনি বলেন, “আমরা এখনও ভালো খেলছি। আমরা সেমিফাইনাল, ফাইনালে উঠছি।”

দশ দলের এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে ভারতকেই। লিগ পর্বের ৯টি ম্যাচ খেলতে ৮ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে হবে রোহিত-কোহলিদের।



শেয়ার করুন :