লন্ডনে পিঠের তীব্র ব্যথার কারণ জানতে পেরেছেন তামিম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৮ পিএম, ২৯ জুলাই ২০২৩
লন্ডনে পিঠের তীব্র ব্যথার কারণ জানতে পেরেছেন তামিম

অবসর কাণ্ডের পর ছুটিতে থাকা তামিম ইকবাল বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। লন্ডনে মেরুদন্ড বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেওয়ার পর তামিম পিঠের তীব্র ব্যথার কারণ জানতে পেরেছেন। তবে এখনোই চূড়ান্ত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ মাধ্যমে পাঠানো এ বিজ্ঞপ্তি এমন তথ্য জানিয়েছেন।

বলা হয়, লন্ডনে মেরুদন্ড বিশেষজ্ঞের কাছে পরামর্শ নেওয়ার পর পিঠের তীব্র ব্যথার কারণ জানতে পেরেছেন তামিম ইকবাল। যুক্তরাজ্যে তামিমের সাথে থাকা বিসিবির সিনিয়র চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী বিসিবিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিসিবির চিকিৎসক ডা. দেবাশিষ চৌধুরী বলেন, “পিঠের ব্যথার জন্য একজন মেরুদন্ড বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন তামিম এবং তীব্র ব্যথা কমানোর চিকিৎসা নিয়েছেন তিনি।”

তিনি আরও বলেন, “আগামী দু’দিন পর্যবেক্ষণে থাকবেন তামিম এবং চিকিৎসার ফলাফল নিশ্চিত করার জন্য পুনরায় মূল্যায়ন করা হবে।”

শ্রীলঙ্কা ও পাকিস্তানের অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য ৩১ জুলাই থেকে শুরু হবে বাংলাদেশের ফিটনেস ট্রেনিং। তবে তামিম ইকবাল এ ফিটনেস ট্রেনিং মিস করবেন। এছাড়া আগষ্টের প্রথম সপ্তাহ থেকে দলের মূল অনুশীলনও মিস করতে পারেন তিনি।



শেয়ার করুন :