ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ড্রতে শেষ করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সমতায় শেষ হওয়া সিরিজের শেষ ম্যাচে ব্যাট বলে দারুণ পারফর্ম করায় এবার আইসিসি থেকেও সুসংবাদ পেলেন ফারজানা হক পিংকি ও নাহিদা আক্তাররা। আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে তারা নতুন উচ্চতায় পৌঁছে গেছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) ওয়ানডে ফরম্যাটে আইসিসি নারী ক্রিকেটে র্যাংকিং তালিকা হালনাগাদ প্রকাশ করেছে। যেখানে ভারত ও বাংলাদেশের মধ্যে শেষ হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজ অন্তর্ভুক্ত রয়েছে।
ওয়ানডে র্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় ৮ ধাপ উপরে উঠে ১৯তম স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেটের প্রথম সেঞ্চুরি রা ফারজানা হক পিংকি। ব্যাটিং তালিকায় বাংলাদেশের সবার উপরে থাকা ফারজানার রেটিং পয়েন্ট ৫৬৫।
এর আগে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ে সেরা র্যাংকিং ছিল রুমানা আহমেদের। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে ডানহাতি ব্যাটার ২৫তম স্থানে ছিলেন।
বোলারদের র্যাংকিং তালিকায় নাহিদা আক্তার ১৯তম স্থানে উঠে এসেছেন। ৫২৯ রেটিং পয়েন্ট নিয়ে চার ধাপ এগিয়ে বাংলাদেশ নারী ক্রিকেটে সবার উপরে রয়েছেন তিনি।
ভারতের বিপক্ষে শেষ ম্যাচে তিনটিসহ পাঁচ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনারও দেশের হয়ে সেরা র্যাংকিংয়ে জায়গা করে নিয়েছেন।
এর আগে বোলিংয়ে দেশের সেরা র্যাংকিং ছিল সালমা খাতুনের। গত বছর ডিসেম্বরে বোলারদের তালিকায় ২০তম হন সালমা।
এছাড়া বোলার র্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন সুলতানা খাতুন এবং রাবেয়া খান। সুলতানা ২১ ধাপ এগিয়ে ৫৭তম, রাবেয়া ৬০ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে উঠে এসেছেন।