বাংলাদেশ নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২২ জুলাই ২০২৩
বাংলাদেশ নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরিয়ান ফারজানা

ভারতের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ফারজানা হক পিংকি। বাংলাদেশ নারী ক্রিকেটের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার কৃতিত্ব গড়লেন তিনি। এর আগে বাংলাদেশ নারী ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৭৫ রানের।

শনিবার (২২ জুলাই) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ফলে শামীমা সুলতানার সাতে ওপেনিং জুটিতে ব্যাট করতে নামেন ফারজানা হক পিংকি।

ভারতীয় বোলারদের বিপক্ষে শুরু থেকে দারুণ খেলতে থাকে বাংলাদেশের মেয়েরা। শামীমা-ফারজানার ওপেনিং জুটি থেকে ৯৩ রানের পার্টনাশিপ পায় বাংলাদেশ। শামীমা ব্যক্তিগত ৫২ রানে সাজঘরে ফিরলে ওপেনিং জুটি ভাঙে।

শামীমা ফিরলেও ব্যাট হাতে অবিচল ছিলেন ফারজানা। শামীমা যখন সাজঘরে ফিরে তখন ব্যাট হাতে ৩১ রানে অপরাজিত ছিলেন ফারজানা। এরপর ৯৭ বলে ওয়ানডে ক্যারিয়ারের দশম ফিফটি স্পর্শ করেন ফারজানা হক পিংকি।

ক্যারিয়ারের ৫৬তম ওয়ানডে ফরম্যাটের দশম ফিফটি শেষ পর্যন্ত সেঞ্চুরিতে পরিণত করে বাংলাদেশের অভিজ্ঞ এ ব্যাটার। ১৫৬ বলে সেঞ্চুরি (১০১) স্পর্শ করেন ফারজানা। যা বাংলাদেশ নারী ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করার রেকর্ড।

ইনিংসের শেষ বলে রান আউটে কাটা পড়া ফারজানা ১০৭ রান করেন। ১৬০ বলে রেকর্ড গড়া ফারজানার এ ইনিংসে ৭টি চারের মার ছিল।

ফারজানার এর আগে সর্বোচ্চ ৭১ রানের ইনিংস ছিল। এছাড়া ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নারী ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস ছিল ৭৫ রান। রোমানা আহমেদ এবং সালমা খাতুন দুজনের সমান ৭৫ রানের ইনিংস খেলেছিলেন।



শেয়ার করুন :