বাংলাদেশের দু’টি প্রথম শ্রেণির টুর্নামেন্টের একটি জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হবে ১০ অক্টোবর। আসন্ন মৌসুমের ঘরোয়া ক্যালেন্ডার চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দ্বি-স্তর বিশিষ্ট চার দিনের এই টুর্নামেন্টে সাতটি বিভাগ এবং ঢাকা মেট্রো অংশ নিবে। ১৭ নভেম্বর শেষ হবে এনসিএল। এরপর ২৬ নভেম্বর থেকে শুরু হবে দেশের প্রথম শ্রেণির শীর্ষ টুর্নামেন্ট হিসাবে বিবেচিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)।
এনসিএলের পারফরমেন্সের ভিত্তিতে বিসিএলের চারটি দলে জায়গা করে নিবেন ক্রিকেটাররা। বিসিএল শেষ হবে ১৯ ডিসেম্বর। ওয়ানডে ফরম্যাটের বিসিএল চলবে ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
নতুন বছরের ১০ জানুয়ারি থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবার কথা থাকলেও জাতীয় নির্বাচনের জন্য সময় সূচিতে পরিবর্তন হতে পারে।
২০২৪ সালের ১২ মার্চ থেকে শুরু হবে দেশের সবচেয়ে আকর্ষণীয় ওয়ানডে প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)।