ভারতের ওয়ানডে বিশ্বকাপের পর ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। বিশ্বকাপের পর সেই আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। সফরে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের লড়াই।
১৭ ডিসেম্বর ডুনেডিনে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সিরিজের বাকি দুটি ম্যাচ মাঠে গড়াবে ২০ ও ২৩ ডিসেম্বর।, যথাক্রমে নেলসন এবং নেপিয়ারের মাঠে।
ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর চারদিন বিরতি দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৭, ২৯ এবং ৩১ ডিসেম্বর। প্রথম ম্যাচটির নেপিয়ারে অনুষ্ঠিত হলেও বাকি দুটি ম্যাচ গড়াবে তাউরাঙ্গাতে।
বাংলাদেশ ছাড়াও গ্রীষ্মে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে আতিথ্য দেবে নিউজিল্যান্ড। বাকি তিন দেশের বিপক্ষেও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে তারা।
এদিকে, এশিয়া কাপ শেষে বিশ্বকাপেরর আগে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরটি মূলত ভারতি বিশ্বকাপের প্রস্তুতি হিসিবে খেলবে দুই দল। বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এটিই হবে শেষ দ্বিপাক্ষিক সিরিজ।
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সূচি
১ম ওয়ানডে : ১৭ ডিসেম্বর (ডুনেডিন)
২য় ওয়ানডে : ২০ ডিসেম্বর (নেলসন)
৩য় ওয়ানডে : ২৩ ডিসেম্বর (নেপিয়ার)
১ম টি-টোয়েন্টি : ২৭ ডিসেম্বর (নেপিয়ার)
২য় টি-টোয়েন্টি : ২৯ ডিসেম্বর (তাউরাঙ্গা)
৩য় টি-টোয়েন্টি : ৩১ ডিসেম্বর (তাউরাঙ্গা)।