তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ভারতীয় নারী ক্রিকেট দলকে ১৫৩ রানে লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ১৫২ রানের গুটিয়ে যায় বাংলাদেশ নারী দল।
মিরপুরে বৃষ্টির কারণে ম্যাচটি নেমে এসেছে ৪৪ ওভারে। তবে একজন ব্যাটার অসুস্থতা জনিত কারণে ব্যাট করতে না পারায় ৪৩ ওভারে ৯ উইকেট হারানোর পর শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস।
রোববার (১৬ জুলাই) টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ভারতীয় বোলারদের বিপক্ষে ব্যাট হাতে সুবিধা করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
৬৪ বলে জ্যোতি ইনিংসে তিনটি চারের মার ছিল। এছাড়া ওপেনার মুর্শিদা খাতুন ১৩, ফাজানা হক ২৭, রাবেয়া খান ১০, সুলতানা খাতুন ১৬ এবং ফাহিমা খাতুন অপরাজিত ১২ রান করেন।