আবুধাবি টি-টেন ও যুক্তরাষ্ট্র ভিত্তিক সাম্প আর্মি ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির উদ্যোক্তা প্রতিষ্ঠান টি-টেন গ্লোবাল স্পোর্টসের উদ্যোগে এবার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্স্টার্স টি-টেন লিগ। এ লিগে খেলবেন ভারতের তিন তারকা যুবরাজ সিং, গৌতম গম্ভীর ও ইউসুফ পাঠান।
২০১১ সালের বিশ্বকাপজয়ী ভারতের এই তিন তারকা ক্রিকেটার খেলবেন নিউ জার্সি লিজেন্ডসের হয়ে। এ ছাড়া এই দলে দেখা যাবে লিয়াম প্লাংকেট, আলবি মর্কেল, আরপি সিং ও জেসি রাইডারের মতো তারকাদের।
মার্স্টার্স টি-টেনে আছেন বাংলাদেশি ক্রিকেটাররাও। সেখানকার দল আটলান্টা ফায়ারের সাথে জোট বেঁধে আটলান্টা রাইডার্স নামে নতুন দল গঠন করেছে রংপুর রাইডার্স। আটলান্টা রাইডার্সের জার্সিতে খেলবেন নাসির হোসেন, ফরহাদ রেজা-সহ ৫ বাংলাদেশি ক্রিকেটার।
এছাড়াও দলে আছেন লেন্ডন সিমন্স, রবিন উথাপ্পার মতো বিদেশি তারকা ক্রিকেটাররা। একই লিগে নাসির-যুবরাজরা মাঠ মাতাবেন।
‘ইউএস মাস্টার্স টি-টেন লিগ’ নামে এই টুর্নামেন্টের লড়াই করবে ৬ দল। সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের পাশাপাশি এই টুর্নামেন্টের সবেমাত্র খেলা শুরু করা ক্রিকেটাররাও অংশ নিতে পারবেন।
১৮ থেকে ২৭ আগস্ট মার্স্টার্স টি-টেনের প্রথম আসর মাঠে গড়াবে।