বোলিংয়ে শীর্ষ দশে সাকিব, ব্যাটিংয়ে উন্নতি লিটনের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৭ পিএম, ১২ জুলাই ২০২৩
বোলিংয়ে শীর্ষ দশে সাকিব, ব্যাটিংয়ে উন্নতি লিটনের

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও টাইগার ক্রিকেটারদের ব্যক্তিগত অর্জন ছিল। তারই ফলস্বরূপ এবার আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের পুরস্কৃত হলো টাইগাররা। ওয়ানডে ফরম্যাটে বোলারদের তালিকায় শীর্ষ দশে ফিরেছেন সাকিব আল হাসান। এছাড়া ব্যাটিং উন্নতী হয়েছে লিটন কুমার দাসের।

বুধবার (১২ জুলাই) আইসিসি র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছেন। প্রকাশিত র‌্যাংকিং তালিকায় বোলিংয়ে সাকিব ছাড়াও বাংলাদেশের তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামের উন্নতী হয়েছে।

বোলিংয়ে তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠে এসেছেন সাকিব। চট্টগ্রামে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে হারা সিরিজে তিন ম্যাচে মোট ৪ উইকেট শিকার করেছিলেন সাকিব। বোলিং ছাড়াও ব্যাটিংয়েও এক ধাপ এগিয়ে ৩৪তম স্থানে আছেন সাকিব।

সাকিব ছাড়াও তাসকিন এগিয়েছেন পাঁচ ধাপ এগিয়ে তালিকার ৫৪তম স্থানে উঠে এসেছেন। সিরিজের দুই ম্যাচে খেলে ৩ উইকেট শিকার করেছিলেন তাসকিন। এছাড়া সিরিজের শেষ ম্যাচে খেলে ২ উইকেট শিকার করা তাইজুল ৯ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে উঠে এসেছেন।

ব্যাটারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন লিটন। নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডসের সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে আছেন শেষ ম্যাচে ফিফটিসহ সিরিজে ৯২ রান লিটন।

বাংলাদেশ ছাড়াও আফগানিস্তানের ক্রিকেটারদের উন্নতি হয়েছে। বোলিংয়ে তিন ধাপ এগিয়ে চার নম্বরে উঠে গেছেন রশিদ খান। শেষ ম্যাচে বিশ্রামের থাকা রশিদ প্রথম দুই ম্যাচে শিকার করেছিলেন ৪টি উইকেট।

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে আছেন যথারীতি পাকিস্তানের বাবর আজম। আর বোলারদের তালিকায় শীর্ষ স্থান দখলে রয়েছে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থানটিতে রয়েছে।



শেয়ার করুন :