ভেট্টরির পাশে সাকিব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৮ পিএম, ১২ জুলাই ২০২৩
ভেট্টরির পাশে সাকিব

বাঁ-হাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এখন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে সাকিব এ তালিকায় একা নন, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির সাথে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সাকিব। তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া।

মঙ্গলবার (১১ জুলাই) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বল হাতে ১০ ওভারে মাত্র ১৩ রানে ১ উইকেট নেন সাকিব। ম্যাচে ১ উইকেট নিয়ে বাংলাদেশের সাবেক বোলিং কোচ ভেট্টরির সহ-অবস্থানে পৌঁছেন সাকিব।

ওয়ানডে ক্যারিয়ারে ২৯৫ ম্যাচে ৩০৫ উইকেট শিকার করেছেন ভেট্টরি। অন্যদিকে, ২৩৫ ম্যাচে ভেট্টরির সমান ৩০৫ উইকেটের মালিক হন সাকিব। ৩০৫ উইকেট নিতে এক সময়ের বসের চেয়ে ৬০ ম্যাচ কম খেলেছেন সাকিব।

বাঁ-হাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে উইকেট শিকারে সবার উপরে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাথ জয়সুরিয়া। ৪৪৫ ম্যাচে ৩২৩ উইকেট শিকার করেন তিনি।

জয়সুরিয়াকে টপকাতে আর ১৯ উইকেট প্রয়োজন সাকিবের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ভেট্টোরি অবসরে যাওয়ায়, জয়সুরিয়াকে টপকে যাবার সুযোগ রয়েছে সাকিবের।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ও বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৪শ উইকেট শিকারের মালিক হন সাকিব।



শেয়ার করুন :